Banner Top

মিনি সুন্দরবনের জঙ্গলে পচাগলা মৃতদেহ উদ্ধার

 

মিনি সুন্দরবনের জঙ্গলে পচাগলা মৃতদেহ উদ্ধার

     দাবদাহ লাইভ, বসিরহাট, বৈশাখী সাহাঃ পর্যটন কেন্দ্রের একটি জঙ্গল থেকে এক যুবকের পচাগলা মৃতদেহ উদ্ধার হওয়ায় এলাকায় ছড়িয়ে পড়ে ব্যপক উত্তেজনা। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মৃতদেহটি উদ্ধার করে স্থানীয় পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় টাকীর মিনি সুন্দরবন এলাকায় ঘটনাটি ঘটে। উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার হাসনাবাদ থানার টাকী পর্যটন কেন্দ্রের অন্তর্গত মিনি সুন্দরবন এলাকার গোলপাতার জঙ্গল থেকে বৃহস্পতিবার সন্ধ্যা নাগাদ তীব্র দূর্গন্ধ এলাকায় ছড়িয়ে পড়তেই স্থানীয়রা একটি পচাগলা মৃতদেহ দেখতে পায়। খবরটি চাউর হতেই এলাকায় ছড়িয়ে পড়ে ব্যপক চাঞ্চল্য। স্থানীয় মারফত খবর যায় হাসনাবাদ থানায়। খবর পাওয়া মাত্রই হাসনাবাদ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে। পুলিশ সূত্রে জানা যায় মৃত যুবক দেগঙ্গা থানা এলাকার বাসিন্দা ২৩ বছরের অমিত রায় দিন কয়েক আগে আচমকাই বাড়ি থেকে নিখোঁজ হয়। পরিবারের পক্ষ থেকে দেগঙ্গা থানায় একটি নিখোঁজের অভিযোগ দায়ের করা হলে তদন্তে নামে পুলিশ। শুক্রবার দেহটি ময়নাতদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালে পাঠানো হয়। ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসার পর মৃত যুবকের দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে বলে জানায় পুলিশ। দেগঙ্গা থেকে ওই যুবক টাকীতে কবে এসেছিল; একাই এসেছিল নাকি অন্য কারও সাথে এসেছিল, কি কারনে কিভাবেই বা টাকীতে এসেছিল সে, যুবকের মৃত্যু কিভাবে হয়েছে, গোলপাতার জঙ্গলেই বা মৃত যুবকের দেহ এলো কিভাবে, যুবকের মৃত্যুর পেছনে কেউ কি যুক্ত? মিনি সুন্দরবনের গোলপাতার জঙ্গল থেকে যুবকের মৃতদেহ উদ্ধার করাকে ঘিরে উঠেছে এমনি নানান প্রশ্ন। নানাবিধ প্রশ্নকে ঘিরে দানা বেঁধেছে রহস্য। ওই রহস্য উদঘাটনে তদন্তে নেমেছে দেগঙ্গা ও হাসনাবাদ থানার পুলিশ।

নিউজ এক ঝলকে

দাবদাহ লাইভে  একজিকিউটিভ সেলস পারসোনেল (ট্রেনি) হিসাবে কাজের জন্য  কমিশনে আগ্রহী  ইচ্ছুকদের যোগাযোগের ফোন – ৯৮৩১৩৩ ৬৫৮১ / ৮৫৮৩ ৯১০ ১৯৪  ( সকাল ১০-৬টা)    

ছবি পছন্দের প্রতিযোগিতা

View stream on flickr

মিনি সুন্দরবনের জঙ্গলে পচাগলা মৃতদেহ উদ্ধার
User Review
81.5% (2 votes)
Banner Content
Dabadaha is a News Media House under the Brand of Dabadaha Live ( দাবদাহ লাইভ) via Website as WEB NEWS

0 Comments

Leave a Comment