মালদা রেল হাসপাতালে রক্তদান
দাবদাহ লাইভ, মালদা, তন্ময় মাহারাঃ মালদা টাউন ডিভিশনাল রেলওয়ে হাসপাতালের উদ্যোগে ইস্টার্ন রেলওয়ে ওমেন্স ওয়েলফেয়ার অর্গানাইজেশন মালদা ও ভারত স্কাউটস্ এন্ড গাইডস্ মালদা জেলা শাখার সহযোগিতায় ডিভিশনাল রেলওয়ে হাসপাতাল মালদা টাউনে ১৫ ই জুলাই ২০২৩ রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। শিবিরে ডি আর এম বিকাশ চৌবে রক্তদান করে শিবিরের শুভ সূচনা করেন। ২১ জন রক্তবন্ধু রক্তদান করে সংকটময় মুহূর্তে মানবিকতার নজির গড়লেন বলে সম্পাদক জানালেন। শিবিরে উপস্থিত ছিলেন ইস্টার্ন রেলওয়ে ওমেনস ওয়েলফেয়ার অর্গানিজেশন মালদা জেলার সভাপতি বিজয়া চৌবে, এম এস (আই সি) এম এল ডি টি ইস্টার্ন রেলওয়ে ডাঃ সুমন লোধ, ভারত স্কাউটস্ অ্যান্ড গাইডস্ মালদা জেলা শাখার জেলা রক্তদান শিবির আহ্বায়ক অনিল কুমার সাহা, ইংলিশ বাজার পৌরসভার কাউন্সিলার গৌতম দাস, ইস্টার্ন রেলওয়ে স্কাউট ডি ও সি সঞ্জয় হরিজন প্রমূখ। সকল রক্তবন্ধুদের ধন্যবাদ জানান মালদা মেডিক্যাল কলেজ ব্লাড সেন্টারের চিকিৎসক প্রলয় দাস।








