মালদায় মহিলা বিবস্ত্র ঘটনায় তোলপাড়
দাবদাহ লাইভ, মালদা, সজল দাশগুপ্তঃ মণিপুরের নারকীয় ঘটনা নিয়ে যখন দেশ জুড়ে উত্তাল পরিস্থিতি, ঠিক তখনই এ রাজ্যের মালদহে সামনে এল এক চরম অমানবিক ও বর্বরোচিত ঘটনা। চোর সন্দেহে দুই মহিলাকে প্রকাশ্য দিবালোকে জনবহুল হাটের মধ্যে প্রায় বিবস্ত্র করে মারধরের অভিযোগ উঠল একদল উন্মত্ত জনতার বিরুদ্ধে৷ পুলিশ ফাঁড়ি থেকে ঢিল ছোঁড়া দূরত্বে সিভিক ভলান্টিয়ারের সামনেই দুই মহিলাকে চোর সন্দেহে প্রায় বিবস্ত্র করে মারধরের ঘটনার ভাইরাল ভিডিও সামনে আসতেই রীতিমতো শোরগোল পড়ল রাজ্য রাজনীতিতে। গত মঙ্গলবার মালদার বামনগোলা থানার পাকুয়াহাট এলাকায় ঘটে যাওয়া এই ঘটনায় নিন্দার ঝড় উঠেছেবিভিন্ন মহলে৷ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে বিভিন্ন মহল। বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্বরা ঘটনাটি নিয়ে সরব হয়েছেন।








