মানুষের সাথে আর পাঠশালা – এক অনন্য ভাবনার কাউন্সিলার

সেবা ও পড়ানো
দাবদাহ লাইভ, শিলিগুড়ি, সজল দাশগুপ্তঃ অর্ধেক কাউন্সিলার এবং অর্ধেক দিদিমনি। কাউন্সিলারের কাজের সাথে কচিকাচাদের পড়ানো একটা অভ্যাসে পরিণত হয়েছে শিলিগুড়ি পৌর নিগমের ২০ নং ওয়ার্ডের কাউন্সিলার অভয়া বসু-র। দিনে মানুষের জন্য আর সন্ধ্যায় পাঠশালায় পড়ানো আর বাচ্চাদের সাথে সান্ধ্য কালীন আহার প্রতিদিনের রুটিন।
0%









