মানবাধিকার দিবসে সিপিডিআর স্বাস্থ্য শিবির
দাবদাহ লাইভ, বারাসাত, গনেশ রায় : ১০ ই ডিসেম্বর, আসন্ন আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে মানবিক সচেতনা শিবির ও মনোঞ্জ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়, ৯ ডিসেম্বর শনিবার বারাসাত শাখার নিজস্ব অফিসে, অফিসের ঠিকানা শিশির নিলয় এ্যাপার্টমেন্ট ৪৭/১৩ আর.বি.সি.রোড়, প্রসাদপুর, বারাসাত কলকাতা- ৭০০১২৪। সকাল ১০-৩০ হইতে রাত্রি ৮ পর্যন্ত। সহযোগিতায় – নারায়ণা হসপিটাল ও ওয়েস্ট বেঙ্গল মাড়ওয়াড়ী রিলিফ সোসাইটি হসপিটাল এবং হোমিওপ্যাথি ড়াঃ অশোক পাল। চক্ষু পরীক্ষা করা হয়েছে ৭৫ জন তার মধ্যে ছানি অপারেশন ১৩ জন , স্বাস্থ্য, সুগার, পেসার, ইসিজি পরিক্ষা হয়েছে ৬৬ জন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারাসাত মেডিকেল কলেজের সুপার ডঃ সুব্রত মন্ডল তিনি জানান সিপিডি আর বারাসাত ব্রাঞ্চ এটা একটি অ্যাক্টিভ ব্রাঞ্চ , সকাল থেকে অনেক পেশেন্ট দেখেছে, এই ধরনের সামাজিক কাজ সারা বছরই করে থাকে এই সংগঠন, আরো জানান সিপিডি আর, মানুষের মৌলিক অধিকারের জন্য লড়ে। এবং উপস্থিত ছিলেন এবং বিশিষ্ট সমাজসেবী বৈশালী গোস্বামী। এছাড়াও উপস্তিত ছিলেন মানবাধিকার সংগঠন সিপিডি আর পশ্চিমবঙ্গ বারাসাত শাখার উপদেষ্টা অনুপ কুমার বাইন, সভাপতি মনোজ কুমার জাসওয়াল, সাধারণ সম্পাদক শ্রী সৌমিত ঘোষ, কার্যকরী সভাপতি সুবীর রায় চৌধুরী, সহ সভাপতি লক্ষীকান্ত দেবনাথ। এছাড়া বিভিন্ন শাখার মানবাধিকার কর্মী সহ অনেক সদস্য ও সদস্যাবৃন্দ উপস্থিত ছিলেন।

















