মাতৃদুগ্ধ দিবস পালন রাজারহাটে
সুখের হাট, আসাদ আলীঃ সুসংহত শিশু বিকাশ কেন্দ্রের মাতৃদুগ্ধের প্রয়োজনীয়তার উপরে রাজারহাট ব্লক এরিয়ায় সচেতনতা সভা সম্প্রতি অনুষ্ঠিত হয়। রাজারহাট সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পের উদ্যোগে মাতৃদুগ্ধ দিবস হিসেবে এই দিনটি পালিত হয়। রাজারহাট ব্লক এরিয়ার সমস্ত শিশু বিকাশ সেন্টারের কর্মী ও সহায়িকাগণ সহ মূল কেন্দ্রের কর্মকর্তা ও রাজারহাট ব্লক অফিসের কর্মকর্তাগণের সক্রিয় ভূমিকায় এই অনুষ্ঠানের সফলতা। উপস্থিত ছিলেন বিডিও ঋষিকা দাস, সিডিপিও উৎকর্ষ সাউ, আর বি টু-এর সুপারভাইজার টুটুন মুখার্জী, পাথরঘাটা পঞ্চায়েতের সুপারভাইজার সুস্মিতা সাহা, চাঁদপুর পঞ্চায়েতের সুপারভাইজার রানিমা ভট্টাচার্য, ব্লকের মেডিকেল অফিসার অরূপ কুন্ডু, রেকজোয়ানি স্বাস্থ্য দপ্তরের সৈয়েদা আনজুম। টুটুন মুখার্জী রচয়িতা বাউল গানের নৃত্যে ছিলেন সন্ধ্যা হাইত মিস্ত্রি।








