মাটি খুড়তেই শতাব্দী প্রাচীন রুপোর মুদ্রা দেখতে মানুষের ঢল
দাবদাহ লাইভ, বসিরহাট, হরিগোপাল দত্তঃ উত্তর ২৪ পরগনার বসিরহাটের সংগ্রাম সিবাটি গ্রাম পঞ্চায়েতের বলদেঘাটা গ্রামে অমৃত প্রকল্পের পানীয় জলের জন্য মাটি খুঁড়ে পাইপ লাইন বসাতে গিয়ে ঠিকাদারদের চক্ষু চড়ক গাছে। একে একে শতাব্দী প্রাচীন ১০ টির উপর মুদ্রা কোদালের মাথায় উঠে এলো; যে মুদ্রায় রয়েছে ইংল্যান্ডের রানী ভিক্টোরিয়া এডওয়ার্ড সেভেন এর ছবি। প্রাচীন রুপোর মুদ্রা দেখতে কাতারে কাতারে মানুষের ভিড় জমতে শুরু করেছে। ইতিমধ্যে গ্রামবাসীরা বেশ কয়েকটি প্রাচীন রুপোর মুদ্রা নিয়ে চম্পট দিয়েছে বলে রটে গেছে। পাশাপাশি প্রাচীন সংস্কৃতি বহু মূল্যবান এই মুদ্রা প্রমাণ করে ১৮৫৭ খ্রিস্টাব্দ তথা ব্রিটিশ আমলে ইংরেজরা এখানে ঘোড়া দৌড়ের মধ্য দিয়ে তারা এনেছিল সেগুলো। কোনরকম ভাবে মাটিতে পড়ে গিয়ে বছরের পর বছর শতাব্দী প্রাচীন এই মুদ্রা আজও অক্ষত রয়ে গেছে। জনৈক তপন ব্যানার্জির জমির মালিক স্থানীয় প্রধান ও প্রশাসনকে খবর দিয়েছেন ঘটনার পরিপ্রেক্ষিতে। এই ঘটনার পর পানীয় জলের প্রকল্পের পাইপলাইনের কাজ সাময়িক বন্ধ হয়ে যায়। ঘটনাস্থলে পি এইচ ই আধিকারিকরা পরিদর্শনে যান।








