
ছবিঃ কুণাল চট্টোপাধ্যায়
মাটিকাটা-পুকুর ভরাটের অভিযোগে প্রশাসনিক তৎপরতা দাবদাহ লাইভ, বর্ধমান, নিজস্ব সংবাদদাতাঃ বর্ধমান জেলার জামালপুর ব্লকের বিষ্ণুবাটী মৌজায় মাটিকাটা ও পুকুর ভরাটের অভিযোগ উঠলে স্থানীয় প্রশাসনিক তৎপরতায় জরিমানা নিয়ে সতর্ক করা হয় বলে স্থানীয় বাসিন্দাদের থেকে জানা যায়। আরও জানা যায়, অভিযোগ পাওয়া মাত্রই ব্লক ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক ও স্থানীয় পুলিশ প্রশাসনের যৌথ পরিদর্শনে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হয়। উল্লেখ্য, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই বিভিন্ন জেলা প্রশাসনিক সভায় বেআইনি কাজের ও রেভ্যেনিউ জমা না পড়ার অভিযোগে সরব হন। তারই ফল হিসাবে স্থানীয় মানুষের কাছ থেকে মৌখিক অভিযোগ শুনে চকদিঘি গ্রাম পঞ্চায়েতের প্রধান গৌরসুন্দর মন্ডল প্রথমে মৌখিক ভাবে নিষেধ করার পরও বেআইনি কাজ থেকে বিরত করা যায় নি। ও পরে লিখিত ভাবে বি এল এন্ড এল আর ওকে জানানো হয়। বিডিও এবং থানা আধিকারিককে চিঠির অনুলিপি দেওয়া হয়। পার্টির নির্দেশে জরিমানা নিয়ে ছেড়ে দেওয়া হয় বলে এলাকাবাসীদের আরও অভিযোগ। যদিও নিজেদের জায়গায় মাটি কাটা ও ভরাট হচ্ছে বলে সূত্রে জানা যায়। অপরদিকে জামালপুর ব্লক সহ পূর্ব বর্ধমান জেলায় যেখানে যেখানে বেআইনি মাটি কাটা ও পুকুর ভরাট সহ বেআইনি বালি তোলা অভিযোগ পাওয়া যাবে তা আইন ও নিয়ম মেনেই ব্যবস্থা নেওয়া হবে বলেও স্থানীয় বিধায়ক অলোক কুমার মাঝি ফোনে জানান।
















