মহিলা স্বনির্ভর গোষ্ঠী প্রতিনিধি সম্মেলন বাগনানে
দাবদাহ লাইভ, হাওড়া, বাবু হকঃ হাওড়া জেলার বাগনান থানার বাঙালপুর মহিলা বিকাশ ভবন প্রাঙ্গনে রজত জয়ন্তী বর্ষ উপলক্ষে তিন দিনের মহিলা স্বনির্ভর গোষ্ঠীর প্রতিনিধি সম্মেলন। আয়োজনে হাওড়া বাগনান বাঙালপুরে অবস্থিত বাগনান এক মহিলা বিকাশ কো অপারেটিভ ক্রেডিট সোসাইটি লিমিটেড, বাগনান এক মহিলা বিকাশ কনজিউমার কো অপারেটিভ সোসাইটি লিমিটেড, বাগনান গ্রামীণ মহিলা সম্মিলন। দশটা গ্রাম পঞ্চায়েত এলাকার ৮২ টা গ্রামের প্রায় ছত্রিশ হাজারের অধিক মহিলা সদস্যদের মধ্যে প্রতিদিন পাঁচ শত করে প্রতিনিধি উপস্থিত থাকবেন, আলোচনা সভায় ২ থেকে ৪ জানুয়ারি পর্যন্ত তিন দিন ধরে চলবে। এই রজত জয়ন্তী বর্ষ উপলক্ষে আয়োজিত সম্মেলনে প্রতিদিন থাকছে প্রদর্শনী, ক্রয় বিক্রয় ও নানা ধরনের আলোচনা। মহিলাদের আর্থিক ও সামাজিক উন্নয়নের মাধ্যমে গ্রামীণ উন্নয়নে গড়ে উঠেছে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের নিয়ে। কেন্দ্রীয় সমন্বয় সমিতির সভানেত্রী মমতা ময়ী মা মাধুরী ঘোষ বলেন তিল তিল করে গড়ে তোলা হয়েছে এই উদ্যোগ ইতিমধ্যে কেন্দ্র ও রাজ্য সরকারের তরফে পুরষ্কার প্রাপ্ত এই মহিলাদের প্রতিষ্ঠান। সম্মেলনে পাপড়ি পানি নির্মিত মাধুরী ঘোষের এর আত্মকথা, অধরা নয় যে মাধুরী গ্রন্থ প্রকাশ করা হল, সম্মেলনের স্মারক পত্রিকা প্রকাশ লক্ষ উদ্দেশ্য কর্মসূচি ঘোষণা করা হয়েছে। নারী ও সামাজিক অবিচার, গ্রাম জীবনের ভবিষ্যত জীবিকার সন্ধানে, শিশু সুরক্ষা ব্যবস্থা নিয়ে আলোচনা করা হবে বলে জানান গোপাল ঘোষ আমাদের প্রতিনিধিকে । এলাকার জেলা রাজ্যের ও দেশের বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে তিন দিনের মহিলা সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে বলে জানা গেছে।








