মহিলা সমাবেশে এক হয়ে লড়ার পরামর্শ মন্ত্রীর
দাবদাহ লাইভ, শিলিগুড়ি, সজল দাশগুপ্তঃ সবাইকে এক হয়ে লড়াই করার পরামর্শ রাজ্যের শিল্প মন্ত্রী শশী পাজা। আজ শিলিগুড়ির বাঘাযতীন পার্কের এক সমাবেশে তিনি জানান আমাদের সকলের এখন এটাই লক্ষ। ২০২৪ এ বিদায় করে দেওয়া। আমাদের নেত্রী মমতা বন্দোপাধ্যায়ের এখন একটাই নির্দেশ যেভাবেই হোক বাংলাতে বিজেপীকে নির্মুল করে দেওয়া। এদিন শিলিগুড়ি ছাড়াও কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি থেকেও প্রচুর সমর্থক আসেন। শীতের বেলাতেও প্রচুর লোক এদিন ভীড় জমান। উপস্থিত ছিলেন জলপাইগুড়ি,আলিপুরদুয়ার এবং কোচবিহারের জেলা নেতৃত্ব উপস্থিত ছিলেন।উপস্থিত ছিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব এবং ডেপুটি মেয়র রঞ্জন সরকার ছাড়াও জেলা সভাপতি পাপিয়া ঘোষ এবং অন্যান্য নেতৃত্ব। একে একে ভাষন দেন সমস্ত জেলা এবং রাজ্য নেতৃত্বের সমস্ত জেলার নেতারা। গৌতম দেব এবং পাপিয়া ঘোষ ছাড়াও এদিন উপস্থিত ছিলেন শিলিগুড়ির সবকটি ওয়ার্ডের জেলার নেতারাও। মঞ্চে উপস্থিত ছিলেন আলিপুরদুয়ার এবং শিলিগুড়ির যুব তৃণমূল নেতৃত্ব। সবার শেষে নারী এবং শিশু কল্যাণ দপ্তরের মন্ত্রী শশী পাজা সবাইকে এক হয়ে একসাথে কাজ করবার নির্দেশ দেন।








