মহানায়কের জন্মদিনে সপ্তপদী স্কুল বারাসাতে
দাবদাহ লাইভ, বারাসাত, নিজস্ব সংবাদদাতাঃ সম্প্রতি উত্তর ২৪ পরগণা জেলার বারাসাতে শেঠপুকুর সভা ঘরে ঘটা করে প্রথমবার পালিত হয় রূপোলী জগতের এক ও অদ্বিতীয় মহানায়ক উওম কুমারের ৯৮তম জন্মদিন। উপস্থিত ছিলেন টলিউডের পরিচিত মুখ কমেডিয়ান অভিনেতা শুভ্র মজুমদার, ছিলেন বিশিষ্ট সমাজসেবী শ্রীমতী মৌসুমী কয়াল, শ্রী গণেশ ফিল্ম প্রোডাকশনের কর্তা গণেশ চন্দ্র পাল, সাথে ছিলেন চিত্র শিল্পী বিশ্বজিৎ চক্রবর্তী ও সরস্বতী আর্ট শিল্পালয় এর একঝাঁক কুচেকাঁচা। মহাসমারোহে মন্ত্র পাঠের মাধ্যমে পালিত হয় মহানায়কের জন্মদিন। সাথে ছিল স্মৃতি চারণ, ও মিষ্টি মুখ। এছাড়া উত্তম স্মৃতিতে পথ চলা শুরু সপ্তপদী অভিনয় শিক্ষার স্কুলের।

















