মহরম পালিত
দাবদাহ লাইভ, ব্যারাকপুর, শ্যামল কুমার করঃ মহরম মহাসমরে পালিত হয় রাজ্যের সাথে টিটাগড়ে। মহরমের এই মহরম অনুষ্ঠানকে দেখতে আবাল বৃদ্ধ বনিতা টিটাগড়ের গির্জা বাজারের বিটি রোডের ওপর বিভিন্ন তাজিয়া সাজিয়ে র্যালির মাধ্যমে বিভিন্ন রকম লাঠি খেলা সহ আগুনের বিভিন্ন কলা কৌশল এই র্যালিতে দেখানো হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিতা কর পৌরসভার পৌরপ্রধান কমলেশ কুমার সাউ উপপৌরপ্রধান জলিল মোহাম্মদ, পৌর পিতা আরমান মন্ডল ও বিভিন্ন সম্প্রদায়ের মানুষ এই অনুষ্ঠানের শোভাযাত্রা দেখতে বিটি রোডের দু’ধারেই ভিড় ছিল চোখে পড়ার মতন। প্রশাসনের কঠোর ভূমিকায় এই অনুষ্ঠান সম্পন্ন হয়।
মহরম পালিত
0%








