মহকুমা শাসক কোভিড সচেতনতা প্রচারে বারাসাতে

বারাসাত সদর মহকুমা শাসক সোমা সাউ কোভিড সচেতনতা প্রচারে; আছেন উপ-পৌর প্রধান তাপস দাশগুপ্ত
দাবদাহ লাইভ, বিশেষ প্রতিবেদনঃ জেলায় জেলায় কোভিড পরিস্থিতি বেশ উদ্বেগ জনক। অমিক্রন দ্রুত গতিতে এগিয়ে আসছে বলে বিশেষজ্ঞদের মত। স্বাস্থ্য দপ্তর থেকে সজাগ থাকার নির্দেশ দেওয়া হয়েছে। সেইমত উত্তর ২৪ পরগণা জেলায় বারাসাত সদর মহকুমা শাসক সোমা সাউ সচেতনতার উদ্দ্যেশ্যে কোভিড প্রচারে বেরিয়েছেন; বারাসাত পৌর এলাকার এই প্রচারে আছেন উপ-পৌর প্রধান তাপস দাশগুপ্ত ও স্থানীয় কাউন্সিলার।
0%








