মর্মান্তিক পথ দূর্ঘটনায় জোড়া মৃত্যু
দাবদাহ লাইভ, হাবরা, বৈশাখী সাহাঃ স্কুটি নিয়ে বাড়ি ফেরার পথে লরির ধাক্কায় মৃত্যু হয় দুই ব্যাক্তির। দেহ দুটি ময়নাতদন্তের জন্য বারাসাত জেলা হাসপাতালে পাঠায় হাবরা থানার পুলিশ। শুক্রবার রাত সাড়ে বারোটা নাগাদ উত্তর ২৪ পরগনা জেলার বারাসাত মহকুমার গোবরডাঙা থানার অন্তর্গত গণদীপায়ন এলাকায় দূর্ঘটনাটি ঘটে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায় এদিন রাতে গাইঘাটা থানার ধর্মপুর এলাকার বাসিন্দা ৩২ বছরের সুবীর পাল ও ৩০ বছরের দীনবন্ধু মন্ডল নামে দুই ব্যাক্তি স্কুটিতে চেপে হাবরার বেলগড়িয়া থেকে ধর্মপুরের দিকে যাচ্ছিল। সেই সময় গণদীপায়ন এলাকায় বনগাঁর দিক থেকে আসা একটি পন্যবাহী লরি নিয়ন্ত্রণ হারিয়ে ওই স্কুটিতে ধাক্কা মারলে রাস্তায় ছিটকে পড়ে গুরুতর জখম হয় ওই দুই ব্যাক্তি। ওই সময় রাস্তায় কোনো যানবাহন না থাকায় দীর্ঘ সময় রাস্তার পাশে রক্তাক্ত জখম অবস্থায় যন্ত্রনায় ছটফট করতে থাকে ওই দুই ব্যাক্তি। শেষমেশ স্থানীয়দের তৎপরতায় গুরুতর জখম অবস্থায় ওই দুই ব্যাক্তিকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাবরা স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্মরত চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করেন। শনিবার ময়নাতদন্তের জন্য দেহ দুটি বারাসাত জেলা হাসপাতালে পাঠায় হাবরা থানার পুলিশ। ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসার পর মৃতদেহ দুটি তাদের পরিবারের হাতে তুলে দেওয়া হবে বলে জানায় পুলিশ।









