মর্মান্তিক পথ দূর্ঘটনায় মৃত ৫ আহত ৩
দাবদাহ লাইভ, বৈশাখী সাহা, উত্তর ২৪ পরগনাঃ ইঞ্জিন ভ্যানে চড়ে কর্মস্থলে যাবার সময় একটি সবজি বোঝাই ম্যাক্স গাড়ির ধাক্কায় রাস্তায় ছিটকে পড়ে মৃত্যু হয় ৫ জনের আহত হয় তিনজন। চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার মাটিয়া থানার অন্তর্গত রাহারহাটি এলাকার টাকি রোডে ভোররাতে ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা যায় এদিন ভোর প্রায় ৩ টে নাগাদ মাটিয়া থানার খোলাপোতা গ্রাম পঞ্চায়েতের রাহারহাটি এলাকা থেকে ইঞ্জিন ভ্যানে চেপে একদল শ্রমজীবী মানুষ (জলের কলের মিস্ত্রি) হাড়োয়া থানা এলাকায় কর্মস্থলে যোগদান করার উদ্দেশ্যে রওনা দেয়। রাহারহাটি এলাকার টাকি রোড ধরে যাবার সময় আচমকাই উল্টোদিক থেকে দ্রুত গতিতে আসা একটি বাঁধাকপি বোঝাই ম্যাক্স গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ওই ভ্যানে ধাক্কা মারলে ঘটনাস্থলে উল্টে গিয়ে দু টুকরো হয়ে যায় ভ্যানটি। রাস্তায় ছিটকে পড়ে গুরুতর জখম হয় ভ্যানের যাত্রী সকল। গাড়িটি পলাতক। চিৎকার চেঁচামেচির শব্দ শুনে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে গিয়ে দেখতে পায় ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে তিনজনের। রাস্তার উপর রক্তাক্ত জখম অবস্থায় যন্ত্রণায় ছটফট করছে ৫ জন। ওই ঘটনায় ব্যপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। খবর পেয়ে মাটিয়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয়দের সহযোগিতার তড়িঘড়ি গুরুতর আহত অবস্থায় ওই ৫ জনকে উদ্ধার করে চিকিৎসার জন্য বসিরহাট জেলা হাসপাতালে পাঠায়। মৃত ৩ জনকে উদ্ধার করে নিয়ে যায় পুলিশ। আহত প্রত্যেকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে ৫ জনকেই কলকাতার আর জি কর হাসপাতালে স্থানান্তর করে কর্মরত চিকিৎসক। কলকাতায় নিয়ে যাবার পথেই আহতদের দুজনের মৃত্যু হয়। বাকি ৩ জন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। মৃত ৫ জনকে ময়নাতদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালে পাঠানো হয় মাটিয়া থানার পক্ষ থেকে। ঘাতক গাড়িটির খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃতদেহগুলো পরিবারের হাতে তুলে দেওয়া হবে বলে জানায় পুলিশ। এদিনের মর্মান্তিক দুর্ঘটনায় এলাকাজুড়ে নেমেছে শোকের ছায়া। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানাতে এলাকায় উপস্থিত হয় বসিরহাট উত্তর বিধানসভার বিধায়ক রফিকুর রহমান ও মাটিয়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক তাপস ঘোষ।








