মরিনা শহরে ছোট্ট শিশুর কোলে মৃত ভাই
দাবদাহ লাইভ ডেস্কঃ মধ্যপ্রদেশের মরিনা শহরে ছোট্ট শিশুর কোলে মৃত ভাই। দাদার বয়স ৮ আর ভাই-এর বয়স ৫ বছর। উল্লেখ্য, হাসপাতালে চিকিৎসা শুরুতেই ভাই মারা যায়। বাবা গাড়ীর খোঁজে বেরিয়ে না আসাতে দাদার কোলে ভাই। দাদা মাছি তাড়াতে ব্যস্ত।
0%









