Banner Top

মফস্বলের নাট্যঝড়ে মাতলো কলকাতা 

আকাঙ্ক্ষা নাট্যমেলা ’২৫-এ নবীন প্রজন্মের আসর

                                                                   দাবদাহ লাইভ, কোলকাতা, নিজস্ব প্রতিনিধি:  কলকাতার তৃপ্তি মিত্র সভাগৃহে ৩ সেপ্টেম্বর,বুধবার বিকেল থেকেই জমে উঠেছিল নাটকের উজ্জ্বল আবহে। মফস্বলের তরুণ নাট্যদল গোবরডাঙ্গা আকাঙ্ক্ষার উদ্যোগে অনুষ্ঠিত হলো আকাঙ্ক্ষা নাট্যমেলা ’২০২৫। বহুদিন ধরেই এই দল মফস্বল থেকে উঠে এসে শহুরে নাট্যচর্চায় এক বিশেষ আসন তৈরি করেছে, আর এবারের নাট্যমেলা যেন সেই যাত্রারই আরেক সার্থক অধ্যায়। বিকেল পাঁচটায় উৎসবের শুভ সূচনা হয়। এইদিনের অনুষ্ঠান উৎসর্গ করা হয় বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব রতন থিয়াম-এর স্মৃতির উদ্দেশে। এক মিনিট নীরবতা পালনের পর তাঁর পথিকৃতিতে মাল্যদান এবং প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন বিশিষ্ট সাংবাদিক সুনন্দা বিশ্বাস ও আকাঙ্ক্ষার সম্পাদিকা তনুশ্রী দেবনাথ (দত্ত)। উদ্বোধনের মুহূর্ত থেকেই স্পষ্ট হয়ে যায়, এই উৎসব কেবলমাত্র নাটক মঞ্চস্থ করার জন্য নয়, বরং মফস্বল ও শহরের নাট্যচর্চাকে একই সূত্রে বেঁধে দেওয়ার এক আন্তরিক প্রয়াস। এরপর পরপর মঞ্চে আসে চারটি প্রযোজনা। প্রথমেই উলুবেরিয়া অবসর নাট্য সংস্থার পরিবেশনা একটি অবাস্তব গল্প, নির্দেশনায় চন্দন সাহা। বাস্তবের সীমার বাইরে দাঁড়িয়ে মানবমনের টানাপড়েনকে নাটকটি ফুটিয়ে তোলে। দ্বিতীয় নাটক চৌর্য্য গাথা , প্রযোজনা সাউথ কলকাতা স্বাইন, নির্দেশনা অমিত ভট্টাচার্য। সামাজিক প্রেক্ষাপটে লুকিয়ে থাকা কাহিনি নাটকের মধ্যে দর্শককে ভাবিয়ে তোলে। তৃতীয় প্রযোজনা গোবরডাঙ্গা নাট্যায়নের  শেষ কোথায়, যেখানে অনিশ্চিত সময়ে মানুষের টিকে থাকার লড়াই মঞ্চে উঠে আসে। আর উৎসবের সমাপ্তি ঘটে টালিগঞ্জ স্বপ্নমৈত্রীর নাটক শিরদাঁড়া আনসোল্ড দিয়ে, নির্দেশনায় ইন্দ্রনীল মুখার্জি। সমকালীন সমাজের অস্থিরতা ও মানসিক ভাঙনের প্রতিচ্ছবি এই প্রযোজনা দর্শকদের গভীরভাবে আলোড়িত করে। মঞ্চে প্রতিটি নাটকেই ছিল ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গি, অভিনয়শৈলী ও মঞ্চকল্পের অভিনবত্ব। দর্শকদের জন্য যেন প্রতিটি প্রযোজনাই হয়ে উঠেছিল নতুন অভিজ্ঞতা। উৎসবের শেষে সম্পাদিকা তনুশ্রী দেবনাথ দত্ত বললেন, “আমরা চাই মফস্বলের নাট্যচর্চা যেন শহরে সমান মর্যাদা পায়। তরুণ প্রজন্মকেই আমরা এই যাত্রার কেন্দ্রবিন্দুতে রাখতে চাই, কারণ তারাই আগামী দিনের নাট্যমঞ্চকে আলোকিত করবে।” আকাঙ্ক্ষা নাট্যমেলা ’২৫ শেষ হলেও, তার আবহ রয়ে গেল দর্শকদের হৃদয়ে। মফস্বল আর শহরের সীমানা ভেঙে থিয়েটারের এক মিলনমেলা যেন নতুন প্রজন্মের হাত ধরে গড়ে উঠল এই দিনে।

জেলার খবরা খবর

বিশ্ব বাংলা সরণিতে মর্মান্তিক পথ দূর্ঘটনা

বিশ্ব বাংলা সরণিতে মর্মান্তিক পথ দূর্ঘটনা

                                                             দাবদাহ লাইভ, নিউ টাউন,  নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ  সকালবেলা এক মর্মান্তিক পথ দুর্ঘটনা ঘটে শহরের বুকে। বেপরোয়া গতির বলি হয় এক মহিলা। ব্যপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বৃহস্পতিবার সকালে উত্তর ২৪ পরগনা জেলার বারাসাত মহকুমার নিউটাউনের বিশ্ববাংলা গেট সংলগ্ন এলাকায় দূর্ঘটনটি ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, একটি বেসরকারি সংস্থার কর্মী ৩৯ বছরের বনশ্রী পাল নামে এক মহিলা প্রতিদিনের ন্যায় এদিন সকালে স্কুটিতে চেপে অফিসের দিকে যাচ্ছিলেন। বিশ্ব বাংলা গেট সংলগ্ন একটি রোডে ইউটার্ন নেওয়ার সময় পিছন থেকে আসা একটি সরকারি বাস থাকে সজোরে ধাক্কা মারে। স্কুটি থেকে রাস্তায় অদূরে ছিটকে পড়ে গুরুতর জখম হন ওই মহিলা। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। সকালের ব্যস্ত সময়ে এদিন বিশ্ব বাংলা সরণিতে ঘটে যাওয়া দূর্ঘটনার জেরে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে দূর্ঘটনাস্থলে পৌঁছায় নিউটাউন থানার পুলিশ। স্থানীয়দের সহযোগিতায় গুরুতর রক্তাক্ত জখম অবস্থায় ওই মহিলাকে উদ্ধার করে চিকিৎসার জন্য এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে। ঘাতক বাসটিকে আটক করেছে পুলিশ। চালক পলাতক। এরপর পরিস্থিতি স্বাভাবিক হয়। ঘাতক বাসের চালকের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। এহেন দুর্ঘটনায় শহরের বুকে পথ চলতি মানুষের নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থা নিয়ে আবারও উঠেছে প্রশ্ন।

মফস্বলের আকাঙ্খার নাট্যঝড়ে মাতলো কলকাতা
User Review
92% (2 votes)
Banner Content
Dabadaha is a News Media House under the Brand of Dabadaha Live ( দাবদাহ লাইভ) via Website as WEB NEWS

0 Comments

Leave a Comment