মনিষীদের সম্মান জানিয়ে বর্ষবরণ
দাবদাহ লাইভ, শিলিগুড়ি, সজল দাশগুপ্তঃ বছরের প্রথম দিন মনিষীদের সন্মান জানালেন শিলিগুড়ির গৃহবধু এবং সূর্যসেন কলেজে কর্মরতা তনিমা ঘোষ। নিজের উদ্যোগে তিনি রবীন্দ্রনাথ এবং মহাত্মা গান্ধীর মুর্তিতে মাল্যদান করলেন। রোজকার দিনের মত আজ একই দিন নয়। যখন সবাই ঘুরতে বেড়াতে যান কেউ গেছেন বাইরে আবার কেউ ঘর ছেড়ে বের না হয়ে ঘরের মধ্যে খাবার দাবারের আয়োজন করছিলেন সেখানে একটু অন্যরকম ভেবেছিলেন তনিমা। নিজেই বের হয়ে একে একে মাল্যদান করলেন মনিষীদের মুর্তিতে। জানালেন যারা আমাদের পথপ্রদর্শক যারা আমাদের ন্যায় এবং সত্যের পথ দেখিয়েছেন যাদের বই পড়ে আমরা বড় হলাম,আজ নতুন বছরের শুরুতে তাদের জন্য যদি একটু চিন্তা করি,তাদের একটু সন্মান করি তবে সেটা আমাদের কাছে অত্যন্ত আনন্দের।আমার কিছু পাওয়ার দরকার নেই। এইসব মনিষীদের জন্য সামান্য কিছু করতে পারছি এটাই আমার কাছে অনেক অনেক বড় পাওনা। আমি একই কাজ বারেবারে করে যেতে চাই,জানালেন তনিমা।








