Banner Top

মধ্যমগ্রাম দর্পণের নাট্যানুষ্ঠান

                     দাবদাহ লাইভ, বারাসাত, নিজস্ব সংবাদদাতাঃ  মধ্যমগ্রাম দর্পণ নাট্যসংস্থা গত ১৭ ও ১৮ জুন নজরুল শতবার্ষিকী সদনে আয়োজন করল তাদের ৩৪তম নাট্যোৎসব। ১৬ জুন দলের প্রতিষ্ঠা দিবস ঘরোয়া ভাবে পালিত হল সদন প্রাঙ্গণে। ১৭ জুন সাংবাদিক অভীক ভট্টাচার্য আনুষ্ঠানিক উদ্বোধন করলেন। কনিষ্ঠ সদস্যদের গান আবৃত্তি শেষে মঞ্চস্থ হল দর্পণের নতুন প্রযোজনা দেবুমাস্টার।সামাজিক রাজনৈতিক অবক্ষয়ের বিরুদ্ধে এক আদর্শবান শিক্ষকের লড়াই নাট্যকার নির্দেশক অমিতাভ দত্তের কলমে ও মুন্সিয়ানায় দর্শকের নজর কেড়েছে। নামভূমিকায় তপন রায় ও বিশেষ চরিত্রে হিমাংশু দত্ত, আবহে কৃষানু ব্যানার্জীর প্রয়াস অনবদ্য। ঐদিন দ্বিতীয় নাটক সুরঞ্জনা দাশগুপ্ত অভিনীত মিসেস উদগারিকাতে নির্দেশক নীলাদ্রি ভট্টাচার্য বিজ্ঞানের কল্পনায় ভাবীকালের বিশ্ব সমাজের এক মনোগ্রাহী চিত্র তুলে ধরেছেন। মঞ্চ আলো অভিনয় সবই অভিনবত্ব ও প্রশংসার দাবি রাখে। পরদিন স্বপ্নদীপ সেনগুপ্তর নির্দেশনায় ভূমিসুত থিয়েটারের জয় বাংলা ফিরিয়ে আনল ‘৭২এর নস্টালজিয়া। বঙ্গবন্ধুর ভূমিকায় দেবদূত ঘোষ যথাযথ। যোগ্য সঙ্গত করেছেন দেবাশিস দত্ত, কাজল শম্ভু, মিশকা হালিম। কোরিওগ্রাফি এ নাটকের বিশেষ সম্পদ। সার্বিক সফল মঞ্চায়নের পর দর্পণের এগিয়ে চলার সাক্ষী রইল নাট্যমুগ্ধ দর্শক।

মধ্যমগ্রাম দর্পণের নাট্যানুষ্ঠান
User Review
0% (0 votes)
Banner Content
Dabadaha is a News Media House under the Brand of Dabadaha Live ( দাবদাহ লাইভ) via Website as WEB NEWS

0 Comments

Leave a Comment