মধ্যমগ্রাম ঘরানার নিবেদনে আলাপের উচ্চাঙ্গ সংগীত
দাবদাহ লাইভ, মধ্যমগ্রাম, সুমাল্য মৈত্রঃ রবিবার চৌঠা জানুয়ারী মধ্যমগ্রাম পুরসভার নজরুল শতবার্ষিকী সদনে বসে চাঁদের হাট; মধ্যমগ্রাম ঘরানার নিবেদনে আলাপের উচ্চাঙ্গসংগীতের আসর বসে। উপস্থিত ছিলেন উচ্চাঙ্গসংগীতের কিংবদন্তি শিল্পী অমিও রঞ্জন বন্দ্যোপাধ্যায়, তার হাতে সম্মাননা তুলে দেন মধ্যমগ্রাম ঘরানার বিভিন্ন সদস্য ও সদস্যারা । অনুষ্ঠানের শুরুতেই বক্তব্য রাখেন মধ্যমগ্রাম ঘরানার প্রেসিডেন্ট রণদীপ দাশগুপ্ত। মধ্যমগ্রাম ঘরানার নিবেদনে আলাপের এই উচ্চাঙ্গসংগীতের আসরের দশম বর্ষপূর্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন শিল্পীরা। মন ছুঁয়ে যাওয়া অসাধারন অনবদ্য যুগল সেতার পরিবেশন করেন অয়ণ সেনগুপ্ত ও শ্রীজনী ব্যানার্জী। এছাড়াও ছিলেন ওঝাস আদিত্য/ হিরন্ময় দত্ত/ পন্ডিত উল্লাস কাসহালকার/ সঞ্জয় অধিকারী/সৌরভ ব্যানার্জী/ জনাব সারওয়ার হুসেন/ পন্ডিত রাকেশ চৌরাসিয়া। এই উচ্চাঙ্গসংগীতের আসরে কিংবদন্তি শিল্পী ওস্তাদ জাকির হোসেনের প্রতি শ্রদ্ধা জানানো হয়।
মধ্যমগ্রাম ঘরানার নিবেদনে আলাপের উচ্চাঙ্গ সংগীত
0%

















