Banner Top

মধ্যমগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্ল্যাটিনাম জয়ন্তী উদযাপন

                                                                   দাবদাহ লাইভ, মধ্যমগ্রাম, সুমাল্য মৈত্রঃ  ১৯৫১ সালে তিলে তিলে সলতে পাকানোর পর্বটা শুরু হয়েছিলো, তারপর নদী দিয়ে বয়ে গেছে অনেক জল; অনেক ঘটনা ঝড় ঝাপটা পেরিয়ে উত্তর চব্বিশ পরগনা জেলার একটা স্কুল হটাৎ করেই উঠে আসলো লোক মুখে বিভিন্ন দৈনিক সংবাদপত্রের পাতায় পাতায় বিশেষ করে নব্বই  দশকে মধ্যমগ্রাম উচ্চ বিদ্যালয়ের নাম ছড়িয়ে পড়লো সারা ভারত জুড়ে। বিবেকানন্দ বলেছিলেন গীতা পাঠ করার চেয়ে ফুটবল খেলা অনেক ভালো। সেই ফুটবলের জন্য‌ই মধ্যমগ্রাম উচ্চ বিদ্যালয়ের নাম আসতে আসতে ছড়িয়ে পড়লো সারা বাংলা ও পরে পরে সারা ভারত জুড়ে;  এক বার নয় সাত সাত বার সুব্রত কাপে চ্যাম্পিয়ন হয় মধ্যমগ্রাম উচ্চ বিদ্যালয়। যদিও ১৯৭৮ সালে প্রথম বার সুব্রত কাপে প্রতিদ্বন্দ্বিতা করে মেঘালয়ের সেন্ট টমাস হাইস্কুলের কাছে সে বছর ১-০ গোলে পরাজিত হয়েছিলো মধ্যমগ্রাম উচ্চ বিদ্যালয়। তবে ১৯৮১/ ১৯৮২/১৯৮৩  পর পর তিন বার সুব্রত কাপে জয় লাভ করে হ্যাটট্রিক করে মধ্যমগ্রাম উচ্চ বিদ্যালয় আবার ১৯৮৫ ও ১৯৮৮ সালে কাপ ঘরে তোলে মধ্যমগ্রাম উচ্চ বিদ্যালয় ‌।এর পর যদিও ১৯৮৯ তে বেনারস আদর্শ বিদ্যালয়ের কাছে হেরে গিয়ে রানার্স আপ হয় মধ্যমগ্রাম উচ্চ বিদ্যালয় তারপর ছয় বছর পর ট্রফির খরা‌ কাটিয়ে ১৯৯৫ ১৯৯৬ সালে ইসরাইলের‌ ক্লাবকে পরাজিত করে সুব্রত কাপ জিতে সারা ভারতে মধ্যমগ্রাম উচ্চ বিদ্যালয়ের নাম ছড়িয়ে পড়ে। এই মধ্যমগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রয়াত প্রধান শিক্ষক ছিলেন কৃষ্ণপদ গঙ্গোপাধ্যায় ‌। মূলত তার‌ই উদ্যোগে মধ‌্যমগ্ৰাম উচ্চ বিদ্যালয় ফুটবলে সুনাম অর্জন করে, শুধু তাই নয় প্রয়াত প্রধান শিক্ষক কৃষ্ণপদ গঙ্গোপাধ্যায় যিনি মধ্যমগ্রামের মানুষের কাছে কেষ্ট গাঙ্গুলী নামেই অধিক পরিচিত ছিলেন।  তিনি ছিলেন আপাদমস্তক একজন ফুটবল প্রেমী। একটা সময়ে বাংলার বিভিন্ন গ্ৰাম থেকে প্রতিভাবান ফুটবলারদের তুলে এনে মধ্যমগ্রাম উচ্চ বিদ্যালয়ে ভর্তি করা হতো। শুধুমাত্র পড়াশোনা‌ই নয় সাত সাত বার সুব্রত কাপ ও তিনবার বঙ্কিম কাপ জিতে মধ্যমগ্রাম উচ্চ বিদ্যালয় ক্রীড়া জগতেও নিজেদের নাম সুপ্রতিষ্ঠিত করে‌।একটা সময়ে ছিলো প্রয়াত প্রাক্তন প্রধান শিক্ষক কৃষ্ণপদ গঙ্গোপাধ্যায় ফুটবলে প্রতিভা আছে এমন ছেলেদের এনে স্কুলে ভর্তি করে দিতেন। এই মধ‌্যমগ্ৰাম উচ্চ বিদ্যালয় থেকেই ফুটবলে নাম করেছেন প্রখ্যাত ফুটবলার দেবাশীষ পাল চৌধুরী ও একটা সময়ে মহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে খেলতেন মধ্যমগ্রাম উচ্চ বিদ্যালয়ের‌ই প্রাক্তন প্রতাপ সেনাপতি ‌। আজ উত্তর চব্বিশ পরগনা জেলা উত্তম শহর মধ্যমগ্রামের সুপ্রসিদ্ধ বিদ্যালয় দেখতে দেখতে পঁচাত্তর পদার্পণ করলো‌।এই প্ল্যাটিনাম জয়ন্তী উপলক্ষে পয়লা জানুয়ারী দু হাজার ছাব্বিশ মধ্যমগ্রাম উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে মধ্যমগ্রাম চৌমাথা পর্যন্ত এক বর্ণাঢ্য শোভাযাত্রা হয়‌।এই শোভাযাত্রায় অংশ নেয় মধ্যমগ্রাম উচ্চ বিদ্যালয়ের সাথে যুক্ত বর্তমান ও প্রাক্তনরা , সাথে ছিলেন মধ্যমগ্রাম পুরসভার চেয়ারম্যান নিমাই ঘোষ‌ও‌।এই প্ল্যাটিনাম জয়ন্তী উপলক্ষে বিদ্যালয়ের ভেতরেই রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়েছিলো ‌। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য ও সরবরাহ দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী ও মধ্যমগ্রাম বিধানসভার বিধায়ক রথীন ঘোষ ‌।এক থেকে তেসরা ‌ জানুয়ারী বিদ্যালয়ের প্লাটিনাম জুবিলী উপলক্ষে চলবে নানাবিধ সাংস্কৃতিক অনুষ্ঠান‌ও‌।তাতে অংশ নেবে বিদ্যালয়ের‌ই প্রাক্তন ছাত্ররা‌।আজ যারা‌ স্ব স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত। প্রাক্তন ছাত্রদের মধ্যে আছেন মধ্যমগ্রামের‌ই বিশিষ্ট শিক্ষক ও অঙ্ক বিশেষজ্ঞ সুজিত মৈত্র /  সাহিত্যিক আনন্দময় রায় মধ্যমগ্রামের‌ই  বিখ্যাত চিকিৎসক ঐন্দ্রিল ভৌমিক/ মিউজিসিয়ান শংকর গাঙ্গুলী / সাংস্কৃতিক ব্যক্তিত্ব প্রভাস দত্ত / মেডিসিন বিশেষজ্ঞ সঞ্জিত মৈত্র সহ অনেকেই । এদিনের অনুষ্ঠানে উপস্থিত রথীন ঘোষকে উত্তরীয় চাদর ব‌ই ছাতা‌ ও মিষ্টির বাক্স আর ক্যালেন্ডার তুলে দিয়ে সম্মানিত করেন বিদ্যালয়ের বর্তমান প্রধান শিক্ষক ডক্টর আশুতোষ ঘোষ‌। সাথে ছিলেন বিদ্যালয়ের সাথে যুক্ত বিভিন্ন শিক্ষক ও শিক্ষিকারা‌। বিদ্যালয়ের এই প্ল্যাটিনাম জয়ন্তী উপলক্ষে বিদ্যালয়ের অস্থায়ী মঞ্চে প্রতিদিন‌ই থাকছে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানের ব্যস্ততার মাঝেও প্রধান শিক্ষক ডক্টর আশুতোষ ঘোষ‌ আমাদের দাবদাহ ডিজিটালের মুখোমুখি হয়ে বিদ্যালয় ঘিরে তার আগামী দিনে ভাবনার কথা তুলে ধরেন। পাশাপাশি রথীন ঘোষ‌ও সংবাদমাধ্যমকে বলেন শুধুমাত্র পড়াশোনার ক্ষেত্রেই নয় খেলাধুলাতেও অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে এই স্কুল‌। শুধুমাত্র তাই নয় বিদ্যালয়ের এই প্ল্যাটিনাম জয়ন্তী উপলক্ষে রক্তদান কর্মসূচির‌ও তারিফ করেন খাদ্যমন্ত্রী । এবং তার কথায় উঠে আসে বিদ্যালয়ের ছোটো ছোটো ছেলেদের কথাও এবং খাদ্যমন্ত্রী তার বক্তব্যে আর‌ও বলেন তিনি যখন‌ চেয়ারম্যান ছিলেন তখন অনেকেই বাইরে থেকে এসে মধ্যমগ্রাম উচ্চ বিদ্যালয়ের খোঁজ করতেন ‌। আজ সেই খেলাধুলার পুরোনো ঐতিহ্য আবার ফিরিয়ে আনতে সচেষ্ট হচ্ছেন স্কুলের প্রধান শিক্ষক ও অন্যান্য শিক্ষক ও শিক্ষিকারা‌। এদিনের অনুষ্ঠানে ছিলেন স্থানীয় কাউন্সিলর ‌ও বিদ্যালয়ের বর্তমান ছাত্ররা‌।এই প্লাটিনাম জুবিলী অনুষ্ঠান উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হচ্ছে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। এই প্ল্যাটিনাম জুবিলী উপলক্ষে অনুষ্ঠান চলবে তেসরা‌ জানুয়ারী পর্যন্ত।
মধ্যমগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্ল্যাটিনাম জয়ন্তী উদযাপন
User Review
97% (1 vote)
Banner Content
Dabadaha is a News Media House under the Brand of Dabadaha Live ( দাবদাহ লাইভ) via Website as WEB NEWS

0 Comments

Leave a Comment