মধ্যমগ্রামে দুষ্প্রাপ্য বই ও ছবির প্রদর্শনী
দাবদাহ লাইভ, মধ্যমগ্রাম, সুমাল্য মৈত্রঃ স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে চায় হে কে বাঁচিতে চায় এই মূল মন্ত্রকে পাথেও করে মধ্যমগ্রাম বয়েজ হাই স্কুলের সহযোগিতায় তথ্যসূত্র পত্রিকা আয়োজন করেছে তিনদিনের দুষ্প্রাপ্য বই ও ছবির প্রদর্শনী। তিনদিনের এই প্রদর্শনী শুরু হয়েছে তেরই অগাষ্ট থেকে। মূলত স্কুলের ছাত্রদের স্বাধীনতার অতীত ও ঐতিহ্য সম্পর্কে অবগত করাই এই প্রদর্শনীর মূল উদ্দেশ্য বলে জানান তথ্যসূত্র পত্রিকার সম্পাদক অধ্যাপক সুব্রত রায় চৌধুরী। পাশাপাশি স্কুলের ছাত্রদের নিয়ে এই প্রদর্শনী দেখানোর পাশাপাশি এই প্রদর্শনী ওপরেই প্রশ্ন উত্তরেরও আয়োজন করা হয়েছে। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে স্কুলের প্রধান শিক্ষক ডঃ আশুতোষ ঘোষ জানালেন বিভিন্ন কর্মকাণ্ডের মধ্যে দিয়েই আমাদের ছাত্রদের ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি জানানো হয়। কারণ বর্তমান প্রজন্ম মোবাইলে আসক্ত এছাড়াও বিভিন্ন ধরনের প্রদর্শনী বিভিন্ন সময়ে আয়োজন করা হয়,তার মধ্যে আছে স্কুলে বইমেলা ,ক্রিড়া দিবস সহ বিভিন্ন ধরনের প্রদর্শনী। হারিয়ে যাওয়া অতীত ঐতিহ্য সংস্কৃতিকে পুনরায় যাতে ছাত্ররা জানতে পারে তার জন্যই এই সব উদ্যোগ নেওয়া বলে জানান স্কুলের প্রধান শিক্ষক ডঃ আশুতোষ ঘোষ।

















