মণিরামবাটি বিদ্যালয়ে বার্ষিক অনুষ্ঠানে বৃক্ষ রোপণ
দাবদাহ লাইভ, তারকেশ্বর, আশীষ কুমার ঘোষঃ ২১সেপ্টেম্বর মনিরামবাটি প্রিয়ংবদা প্রাথমিক বিদ্যালয়ে ৭৮তম বাৎসরিক অনুষ্ঠানে প্রভাত ফেরি ও প্রদীপ প্রজ্জ্বলনে শুভ সূচনা। উদ্বোধনী সংগীত , নৃত্য,গান, অংকন, কবিতা, কুইজ প্রতিযোগিতা এবং বৃক্ষরোপন এই অনুষ্ঠানের অঙ্গ। নির্মল বিদ্যালয়ে পক্ষকাল ধরে এই উদযাপন অনুষ্ঠিত হবে। বৃক্ষরোপণ, জল সংরক্ষণ, প্লাস্টিক বর্জন, ডেঙ্গু জ্বর ও ম্যালেরিয়া দূরীকরণ, বায়ু দূষণ এবং জলদূষণ প্রতিরোধ, শৌচাগার সঠিক ব্যবহার, সেভ ড্রাইভ সেফ লাইফ ইত্যাদিও এই অনুষ্ঠানের অঙ্গ। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের হাসির (রোগের চিকিৎসা) নাটক দিয়ে এই কর্মসূচীর সমাপ্তি। উপস্থিত ছিলেন অবর বিদ্যালয়ের পরিদর্শক-অনিন্দিতা সাহা, শুড়ে কালনা স্টেট ব্যাংক ও চকদিঘী গ্রামীণ ব্যাংকের ম্যানেজারসহ বর্তমানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমিত কুমার নাগ, সুকান্ত রক্ষিত, সুমন দাস, অভীক লাহা, পল্লব বন্দ্যোপাধ্যায়।




















