ভোট প্রচারে এসে রাজ্যের মন্ত্রী হাসপাতালে
দাবদাহ লাইভ, মালদা, তন্ময় মাহারাঃ নির্বাচনী প্রচারে বেরিয়ে দাতে ব্যথা নিয়ে অসুস্থ রাজ্যের শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু। তড়িঘড়ি ডাক্তার দেখাতে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে যান মন্ত্রী ব্রাত্য বসু সঙ্গে ছিলেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রসেনজিৎ দাস। মঙ্গলবার বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনে চেপে কলকাতা থেকে মালদায় পৌঁছান ব্রাত্য বসু। ট্রেন থেকে নামতেই দাঁতে ব্যথা অনুভব করেন তিনি। এরপর ছুটে যান মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে। সেখানে চিকিৎসক পরীক্ষা করেন এবং তাকে ওষুধ দেওয়া হয়। তিনি বলেন দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে দলীয় প্রার্থীদের নিয়ে নির্বাচনী প্রচারের উদ্দেশ্যে কলকাতা থেকে বেরিয়েছেন। মালদা পৌঁছাতেই তার দাঁতে ব্যাথা শুরু হয়। মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসা করিয়ে তিনি সড়ক পথে গঙ্গারামপুরের উদ্দেশ্যে রওনা দেন।








