Banner Top

ভোটে বাঁশ দিয়ে তাড়ানোর নিদান সাংসদের

                দাবদাহ লাইভ, বসিরহাট, হরিগোপাল দত্তঃ  পঞ্চায়েতের যে দলই ভোট চাইতে আসুক বাশ লাঠি নিয়ে তারা করবেন; বাংলার জন্য কিছু করিনি। ২০০ টিস নৌকা ডুবে গেছে ২১ শে, ২৩শে, পঞ্চায়েতে পুরো ঢুববে। নুসরত জাহান। উত্তর ২৪ পরগনার বসিরহাটের মহকুমার বসিরহাট ১ নম্বর ব্লকের সোলাদানা স্কুল মাঠে।  অভিষেক বন্দ্যোপাধ্যায় নবজোয়ার প্রস্তুতি সভায় এসে বিস্ফোরক মন্তব্য সংসদ নুসরত জাহান। তিনি বলেন ১৯ সালে আমি জিতেছি যতবার বাংলার জন্য দিল্লিতে চাইতে গেছি কিছু দেয়নি। কেন ভোট দেবেন একটা ভুল করলে বারবার ভুল হবে। যারা বাংলার উন্নয়ন করিনি, তাদেরকে বাঁশ নিয়ে তাড়া করুন কংগ্রেস বিজেপি সিপিএম যে দলীয় আসুক না কেন। কিসের জন্য ভোট চাইতে আসবে রাজ্য কংগ্রেসের সভাপতি অধীর চৌধুরীর নাম না করে তিনি বলেন দুদিন আগে এখানে এসেছিলেন তাকেও ছাড়বেন না। তৃণমূলের সঙ্গে যখন রাজনৈতিক লড়াই করতে পারছে না ইডি সিবিআই দিয়ে ষড়যন্ত্র করে দলকে কালিমা লিপ্ত করার চেষ্টা করছে। পাশাপাশি জনজোয়ার কর্মসূচি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের খুব শীঘ্রই বসিরহাটে আসবে বলেন দলের স্বচ্ছ সৎ ভাবমূর্তি ওয়ালা কর্মী আগামী দিনে ২০২৩ এর পঞ্চায়েত নির্বাচনের টিকিট পাবে। দুর্নীতিগ্রস্তদের দলে কোন জায়গা নেই প্রকাশ্য খোলা মঞ্চে তিনি এই কথা বলেন। পাশাপাশি সামনে পঞ্চায়েত নির্বাচন জোট বাঁধুন যে দলই ভোট চাইতে আসুক না কেন ঘরের মা বোনেরা ছেলেরা বাশ কঞ্চি রেডি করে রাখবেন ঘরে আসলে তারা করবেন ২০২১ এ বাইরের রাজ্য থেকে এসে বলেছিল না আপ কি বার ২০০,পার সেই নৌকা তরী আপনারা ডুবিয়ে দিয়েছেন। বসিরহাট তৃণমূলের সাংগঠনিক জেলা সভাপতি সরোজ বন্দ্যোপাধ্যায়, বসিরহাট দক্ষিণের বিধায়ক সপ্তষী বন্দোপাধ্যায় উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের সদস্য শাহনুর মন্ডল, বসিরহাট তৃণমূলের সাংগঠনিক জেলার যুব সভাপতি শমিক রায়অধিকারী বসিরহাট এক নম্বর ব্লকের যুব সভাপতি শারিফুল মন্ডল, বসিরহাট এক নম্বর ব্লকের পুর্তের কর্মদক্ষ শফিকুল দফাদার, নিমবেড়িয়া কোদালিয়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সাহারপ মন্ডল, বসিরহাট মহকুমার আইএনটিটিইউসির সভাপতি কৌশিক দত্ত সহ বিশিষ্ট নেতাদের মঞ্চে বসে থাকার পরে তিনি একের পর এক মন্তব্য করেন পাশাপাশি এও বলেন হেরে যাওয়ার পরে তোমাদের বড় জ্বালা হয়েছে তোমরা বাংলাকে বঞ্চনা করত একশ দিনের কাজের টাকা আটকে দিচ্ছ। আগামী পঞ্চায়েতে নির্বাচনে আবার ডুবিয়ে দেবেন। মদন মিত্র নিয়ে চিনি কোন মন্তব্য করতে চাইনি।

ভোটে বাঁশ দিয়ে তাড়ানোর নিদান সাংসদের
User Review
0% (0 votes)
Banner Content
Dabadaha is a News Media House under the Brand of Dabadaha Live ( দাবদাহ লাইভ) via Website as WEB NEWS

0 Comments

Leave a Comment