ভুয়ো প্রশিক্ষণ কেন্দ্র মারফত আর্থিক প্রতারণা, ধৃত ২
দাবদাহ লাইভ, বৈশাখী সাহা, কলকাতাঃ সূত্র অনুযায়ী হানা দিয়ে, একটি ভুয়ো সংস্থা মারফত চাকরি দেবার নামে বহুজনের কাছ থেকে টাকা হাতানোর অভিযোগে দুই ব্যাক্তিকে গ্রেফতার করে পুলিশ। উত্তর ২৪ পরগনা জেলার ব্যারাকপুর পুলিশ কমিশনারেট এর মোহনপুর থানার অন্তর্গত বিড়লা গেট সংলগ্ন এলাকায় ঘটনাটি ঘটে। পুলিশ সূত্রে জানা যায়, বিড়লা গেটের কাছে ঘনবসতিপূর্ণ এলাকায় এক ভুয়ো প্রশিক্ষণ সংস্থা খোলা হয়েছিল। সেখানে প্রায় ১০ দিনের জন্য চাকরির প্রশিক্ষণ দিয়ে সেনাবাহিনী ও পুলিশে চাকরি মিলবে বলে প্রতিশ্রুতি দেওয়া হত। আর প্রশিক্ষণের জন্য মাথাপিছু ১০ হাজার টাকা করে নেওয়া হত। বহু তরুণ তরুণী ওই প্রশিক্ষণ শিবিরে যোগদানও করেছিল বলে খবর। সূত্র মারফত খবর পেয়ে ব্যারাকপুরের নগরপাল মুরলীধর শর্মার নির্দেশে ডিসি সেন্ট্রাল ইন্দ্র বদন ঝাঁ এর নেতৃত্বে সেখানে বিশাল পুলিশবাহিনী হানা দেয়। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, ওই ভুয়ো প্রশিক্ষণ সংস্থা মারফত সেনাবাহিনী ও পুলিশে চাকরি দেওয়ার নামে বেকার যুবক যুবতীদের সাথে আর্থিক প্রতারণা, এমনকি ঘর ভাড়া নিয়ে চাকরী প্রার্থীদের সেখানে রেখে প্রশিক্ষণ দেওয়াও হত। প্রায় হাজার খানেক চাকরিপ্রার্থীর খোঁজ মিলেছে বলে জানায় পুলিশ। পাশাপাশি পুলিশ এও জানায়, ওই ভুয়ো সংস্থা চালাচ্ছিল গোপাল দাস ও নির্মল মাইতি নামে দুই ব্যক্তি। শিউলি এলাকা থেকে অভিযুক্তদের গ্রেফতার করেছে পুলিশ। বাজেয়াপ্ত করেছে তাঁদের মোবাইল ফোনগুলি। প্রাথমিকভাবে জানা গিয়েছে, নির্মল মাইতি পেশায় অবসরপ্রাপ্ত জওয়ান। অবসরের পরই এই ভুয়ো সংস্থা তৈরি করেছিল সে। প্রতারকরা ওই সংস্থা মারফত চাকরি দেওয়ার নামে মোট কত টাকা হাতিয়েছে, তা জানার চেষ্টা করছে তদন্তকারীরা। পাশাপাশি ধৃতরা এর আগেও কোনও প্রতারণামূলক কাজের সাথে যুক্ত ছিল কি-না, ধৃতদের সঙ্গে আর কেউ যুক্ত আছে কি-না, সম্পূর্ণ বিষয়টি খতিয়ে দেখে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানায় তদন্তকারীরা।
ভুয়ো প্রশিক্ষণ কেন্দ্র মারফত আর্থিক প্রতারণা, ধৃত ২
0%

















