ভুকাশা পীরের উৎসব ঘিরে মানুষের ঢল
দাবদাহ লাইভ, ব্যারাকপুর, শ্যামল করঃ খানকাহ বাজমে চিশতিয়া নিজামিয়া ভুকাশা কালান্দার পীর সাহেবের জন্ম দিবস উপলক্ষে চলছে উরুশ উৎসব। প্রত্যেক বছরের মতো এবছরও শুরু হয়েছে বন্দিপুর রহড়ার দোপেড়িয়ার মোড়ে অর্থাৎ কল্যাণী হাইওয়ে এক্সপ্রেস এর ধারে ভুকাশা কালান্দার পীরের জন্ম উৎসব। আর এই জন্ম উৎসব উপলক্ষে চলছে বিভিন্ন অনুষ্ঠান বিভিন্ন সম্প্রদায়ের মানুষ এসেছেন এখানে জমায়েত হয়েছেন আগরবাতি মোমবাতি ফুল দিয়ে চলছে পীর সাহেবের উদ্দেশ্যে স্মরণ। সকলে যে যার মনের ইচ্ছে বলে যাচ্ছেন এসে এই পবিত্র স্থানে। মানুষের সমাগম চোখে পড়ার মতো। তাঁর বংশের একটি লিস্ট তুলে ধরা হলো, এবং বর্তমান তাঁর একমাত্র পুত্র পীর সৈয়দ মোঃ ইয়ামিনুল হাসান চিশতী নিজামি বেঁচে আছেন এবং বাংলাদেশে তাঁদের বাড়িঘর সম্পত্তি রয়েছে। এছাড়া রয়েছে কলকাতায়ও বিষয় সম্পত্তি বাড়ি-ঘর। শোনা যায় তাঁর স্বর্গীয় পিতা কলকাতা থেকে প্রায়ই পরিত্যক্ত জমিতে আসতেন এবং এক জায়গায় বসে জপতপ করতেন আল্লাহর নাম করতেন। কিন্তু রাতে কোথায় শুতেন কি খেতেন সেই সম্পর্কে স্থানীয় যারা সেই সময়কার পুরনো বাসিন্দা, তাঁরা জানতেন না। ওই সময় লোক বসতি একদমই ছিল না, এমনকি ইলেকট্রিক লাইট এরও ব্যবস্থা ছিল না ঘন অন্ধকার জঙ্গল আর হ্যারিকেন মোমবাতি লম্পের সময় ওই সময়টা। পরবর্তীকালে তাঁর মৃত্যুর পর তার পরিবার এই জমিতেই পিতার মাটি দেন এবং মাজার গড়ে তুলে দিয়ে যান। দীর্ঘকাল জঙ্গলে পড়ে থাকায় অঞ্চলটি অন্ধকারে ভরে যায় দেখভাল করবার কেউ ছিল না। পরবর্তীকালে দোপেরিয়ার সকল মুসলিম সমাজ ও হাফিজগন এবং মৌলানা ও ইমাম সাহেবদের স্পোর্টিং ক্লাবের ও মাজার কমিটির সকলের সহযোগিতায় মাজার টিকে পুনরায় নতুনভাবে রক্ষণাবেক্ষণ করা হয়। এছাড়াও সর্বদিক থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়, বন্দিপুর গ্রাম পঞ্চায়েত। বাংলাদেশ থেকে ভুকাশা কালান্দার সাহেবের পরিবার নিয়মিত খোঁজ খবর রাখেন তাঁদের মৃত আব্বার মাজার সম্পর্কে নিয়মিত খোঁজখবর নিচ্ছেন বলে জানান বন্দিপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান রউফ আলী মন্ডল। এই উৎসব চলবে ১০ই ফেব্রুয়ারী পর্যন্ত।








