
দাবদাহ লাইভ, কোলকাতা, নিজস্ব সংবাদদাতা: টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি অব বাংলাদেশ (ট্রাব) ইন্ডিয়া শাখার উদ্যোগে সাম্প্রতিক কালে কোলকাতা বিড়লা প্ল্যানেটোরিয়াম সেমিনার হলে ‘দুই বাংলার সাংস্কৃতিক ও পারস্পরিক সম্পর্ক চর্চা’ শীর্ষক আলোচনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন আইপিএস পশ্চিমবঙ্গের প্রাক্তন মন্ত্রী ও বিধায়ক ডঃ হুমায়ুন কবীর, বিশেষ অতিথি পদ্মশ্রী কাজী মাসুম আখতার, ড. নটরাজ রায় প্রাক্তন সভাপতি, ইন্ডিয়ান সোসাইটি ফর ট্রেনিং এন্ড ডেভেলপমেন্ট সংস্থার সভাপতি সালাম মাহমুদ, প্রধান নির্বাহী সম্পাদক, দৈনিক গণকণ্ঠ ও বাংলাদেশ ভারতের বেশ কয়েকজন গণ্যমান্য ব্যক্তিত্ব। অনুষ্ঠানে ভারত ও বাংলাদেশের ২০ জন গুণীজনকে ‘সম্প্রীতি ট্রাব ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড ২০২৪’ সম্মাননা প্রদান করা হয়। সভায় সংস্থার ভারত শাখার সভাপতি হিসেবে সাংবাদিক বিপ্লব দাশকে নির্বাচিত করা হয়। আগামী দিনে সংস্থার ভারত-বাংলাদেশের সামাজিক ও নানান বিষয়ে কাজ করার অঙ্গীকার নেওয়া হয়। উল্লেখ্য, তিন দশক ধরে দু’- দেশের সংস্কৃতি, বিনোদন, ক্রীড়া তথা নান্দনিকতার বিকাশে নিরলসভাবে কাজ করে যাচ্ছে এই সংস্থা। পাশাপাশি আর্তমানবতার সেবায়ও যথাসাধ্য ভূমিকা পালন করে আসছে। ইতিমধ্যে আপন সীমানা ছাড়িয়ে ইউরোপ-আমেরিকায় ছড়িয়ে পড়েছে সংস্থার কর্মকাণ্ড। ট্রাব-এর অগ্রযাত্রায় দেশ-বিদেশের ব্যবসায়ী, শিল্পপতি ও সমাজের বিভিন্ন স্তরের অবদান অনস্বীকার্য।

















