ভয়াবহ আগুনের গ্রাসে সান্ধ্য বাজার
দাবদাহ লাইভ, কোলকাতা, বৈশাখী সাহাঃ পুনরায় শহর কলকাতায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ঘিঞ্জি এলাকা হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। দমকলের ১৬ টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। দক্ষিণ কলকাতার টালিগঞ্জের প্রিন্স আনোয়ার শাহ রোডের উপর লর্ডস বেকারি মোড় নিকটস্থ সান্ধ্য বাজারে বুধবার দুপুরে অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, সান্ধ্য বাজারের ঝুপড়ি এলাকায় আচমকাই অগ্নিকান্ডের ঘটনা নজরে আসে। কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে বাজার এলাকা। ফলে এলাকার বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা নিজেরাই আগুন নেভানোর কাজে হাত লাগায়। খবর দেওয়া হয় দমকল বিভাগে। খবর পেয়ে দমকলের দশটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়। আগুন নেভানোর কাজ শুরু করে দমকল বিভাগীয় কর্মীরা। পরে আরও ছয়টি ইঞ্জিন সেখানে পৌঁছায়। মোট ১৬টি ইঞ্জিন দ্বারা আগুন নিয়ন্ত্রণে আমার চেষ্টা চালানো হয়। যাদবপুর থানা থেকে পুলিশের একটি দলও ঘটনাস্থলে পৌঁছায়। দমকল বিভাগীয় আধিকারিক জানান, বাজার এলাকা হওয়ায় সেখানে অনেক ছোট ছোট ঝুপড়ি দোকান ছিল। ফলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতায় বেশ কিছু দোকান ক্ষতিগ্রস্ত হয়। বেশ কয়েকটি ঝুপড়ি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে দমকল কর্মীদের ব্যাপক বেগ পেতে হয়। তবে আগুনের উৎস সম্পর্কে নিশ্চিত কিছু জানা যায়নি। তদন্ত সাপেক্ষে অগ্নিকাণ্ডের কারণ জানা সম্ভব হবে বলে দমকল সূত্রে খবর।
ভয়াবহ আগুনের গ্রাসে সান্ধ্য বাজার
0%

















