ভয়াবহ অগ্নিকান্ডে দগ্ধ -৩
বৈশাখী সাহা, উত্তর ২৪ পরগনাঃ রন্ধন কার্য সম্পাদন করতে গিয়ে অগ্নিদগ্ধ হয় ৩ জন। উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। একজনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার হাড়োয়া থানার শংকরপুর এলাকা সংলগ্ন একটি পেট্রোল পাম্পে বুধবার রাতে ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, ভীন রাজ্যের এক ব্যাক্তি ওই পাম্পে কর্মরত ছিলেন। তিনি ওই পাম্পের একটি ঘরে রান্না বান্না, খাওয়া দাওয়া এমনকি রাত্রিযাপনও করতেন। প্রতিদিনের ন্যায় বুধবার রাতে পাম্পের ওই ঘরে বৈদ্যুতিক হিটার এর মাধ্যমে রন্ধন কার্য করছিলেন। রন্ধন প্রক্রিয়া চলাকালীন আচমকাই আগুন লেগে যায় ওই ঘরে। মুহূর্তের মধ্যেই সেই আগুন ছড়িয়ে পড়ে। ফলে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। স্থানীয়রা আগুন নেভানোর কাজে তৎপর হয়ে ওঠে। জল ও গ্যাসের সাহায্যে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয় তারা। ঘটনায় গুরুতর অগ্নিদগ্ধ হয় পেট্রোল পাম্পের ওই শ্রমিক। পাশাপাশি পাম্পে পেট্রোল কিনতে আসা দুজন গ্রাহকও গুরুতরভাবে অগ্নিদগ্ধ হয়। স্থানীয়রা তড়িঘড়ি অগ্নিদগ্ধ ৩ জনকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাড়োয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। পেট্রোল কিনতে আসা গ্রাহক দুজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়। পাম্পের শ্রমিকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে কলকাতায় স্থানান্তর করে কর্তব্যরত চিকিৎসক। আগুন এদিন কিভাবে লেগেছে তদন্ত সাপেক্ষে জানা সম্ভব হবে বলে জানায় হাড়োয়া থানার পুলিশ।













