ভয়ংকর দুর্ঘটনার কবলে পুলকার, আহত ৩
দাবদাহ লাইভ, বৈশাখী সাহা, উত্তর ২৪ পরগনাঃ দ্রুতগতিতে স্কুলে যাবার পথে দুর্ঘটনার কবলে পড়ে দুমড়ে মুচড়ে যায় একটি পুল কার। আহত হয় এক পড়ুয়া সহ তিনজন। একটি কন্টেনারে ধাক্কা মেরে রাস্তার পাশে ফাঁকা জমিতে ঢুকে যায় পুলকারটি। চাঞ্চল্য ছড়ায় এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় প্রগতি ময়দান থানার পুলিশ। পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের কথায়, এদিন সকাল সারে ১০ টা নাগাদ ইএম বাইপাসের দিক থেকে ধাপার দিকে যাচ্ছিল একটি পুলকার। গাড়ির গতিবেগ স্বাভাবিকের থেকে অনেক বেশি থাকায়, আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে ধাপা রাস্তার ডান দিকে দাঁড় করানো একটি কন্টেনারের পিছনে গিয়ে সজোরে ধাক্কা মারে পুলকারটি। দুমড়ে মুচড়ে যায় গাড়ির বাঁ দিকের অংশ। এরপর পুলকারটি ঘুরে গিয়ে পাশের একটি জমিতে ঢুকে পড়ে। এহেন দূর্ঘটনায় চালক রাজু দাস, ষষ্ট শ্রেনীর ১৩ বছরের পড়ুয়া অঙ্কিতা পাল ছাড়াও এক মহিলা গুরুতর আহত হয়। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য এনআরএস হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তাঁরা বিপদমুক্ত বলে হাসপাতাল সূত্রে খবর। পুলকার সহ কন্টেনারটিকে বাজেয়াপ্ত করেছে পুলিশ। দূর্ঘটনাটি ঘটার পিছনে আসল কারন কি তা জানতে তদন্তে নেমেছে প্রগতি ময়দান থানার পুলিশ। প্রসঙ্গত মঙ্গলবার সল্টলেকে দুটি বাসের রেষারেষিতে মৃত্যু হয়েছে এক স্কুল ছাত্রের। তার রেশ কাটতে না কাটতেই ফের দূর্ঘটনা কলকাতায়। বারবার দূর্ঘটনায় বিশেষত ছোট ছোট পড়ুয়ারা বিপদে পড়ায়, কপালে চিন্তার ভাঁজ অবিভাবকদের। রাস্তার নিরাপত্তা নিয়ে পুলিশ প্রশাসনের ভুমিকা নিয়ে উঠেছে প্রশ্ন।
ভয়ংকর দুর্ঘটনার কবলে পুলকার, আহত ৩
0%

















