ব্রাউন সুগার সহ ধৃত সিভিক ভলেন্টিয়ার
দাবদাহ লাইভ, বৈশাখী সাহা, উত্তর ২৪ পরগনাঃ সদ্য ঘটে যাওয়া আরজি কর এ জুনিয়ার চিকিৎসক হত্যাকান্ডে জড়িত থাকার অভিযোগে সঞ্জয় রায় নামে এক সিভিক ভলেন্টিয়ারকে গ্রেফতার করেছে পুলিশ। সঞ্জয়ের ফাঁসি সহ ওই ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সরব হয়েছে বিভিন্ন মহল। রাজ্যজুড়ে চলছে তীব্র প্রতিবাদের ঝড়। এমতাবস্থায় আরও এক সিভিক ভলেন্টিয়ার এর কান্ড সামনে এলো। ব্রাউন সুগার সেবনের অভিযোগে ওই সিভিক ভলেন্টিয়ারকে বৃহস্পতিবার রাতে গ্রেফতার করে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, বানারহাট থানা এলাকার বাসিন্দা ৩৪ বছরের কিশোর কুমার রায় নামে এক সিভিক ভলেন্টিয়ার, বানারহাট থেকে জলপাইগুড়ির প্রায় ৬৫ কিলোমিটার দূরে থাকা বালাপাড়া এলাকায় গিয়ে তিস্তার পাড়ে বসে ব্রাউন সুগার সেবন করছিল। তাঁর আচরণ দেখে স্থানীয় মানুষদের মনে সন্দেহ দানা বাঁধায়, তাঁরা কিশোরের কর্মকান্ড অনুসরণ করতে শুরু করে। আচমকা ওই যুবককে ঝোপের মধ্যে যেতে দেখে সেখানে হানা দেয় স্থানীয়রা। সেখানে যুবককে ব্রাউন সুগার সেবন করতে দেখে। এরপরই যুবককে ধরে রেখে কোতোয়ালি থানায় খবর দেয় তাঁরা। উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। খবর পেয়ে কোতোয়ালি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই যুবককে আটক করে। তল্লাশি চালিয়ে তাঁর কাছ থেকে উদ্ধার হয় দেড় গ্রাম ব্রাউন সুগার। এরপর তাঁকে গ্রেফতার করে পুলিশ। জেরার মুখে ব্রাউন সুগার সেবনের কথা স্বীকার করেছে কিশোর, এমনটাই জানায় পুলিশ। পুলিশ এও জানায়, ধৃত বানারহাট থানায় সিভিক ভলেন্টিয়ার হিসেবে কর্মরত ছিল। ধৃতের বিরুদ্ধে এর আগেও একাধিক অভিযোগ উঠেছিল। ফলস্বরূপ গত ১৬ ই আগস্ট থেকে তাঁকে ডিউটি থেকে বসিয়ে দেওয়া হয়। ধৃতের বিরুদ্ধে উপযুক্ত ধারায় মামলা রুজু করার পাশাপাশি ৭ দিনের জেল হেফাজতের আবেদন জানিয়ে কোতোয়ালি থানার পক্ষ থেকে ধৃতকে শুক্রবার জলপাইগুড়ি জেলা আদালতে পেশ করা হলে ৫ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন বিচারক। ধৃত কোথা থেকে ব্রাউন সুগার পায়, কতদিন যাবত সে ওই মাদক সেবন করে ইত্যাদি নানান প্রশ্নের উত্তর পেতে, ধৃতকে নিজেদের হেফাজতে নিয়ে ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ শুরু করেছে কোতোয়ালি থানার পুলিশ।
ব্রাউন সুগার সহ ধৃত সিভিক ভলেন্টিয়ার
0%

















