ব্যারাকপুর পঞ্চায়েত বোর্ড গঠন
দাবদাহ লাইভ, ব্যারাকপুর, অরুপ চক্রবর্তী ও শ্যামল করঃ উত্তর ২৪ পরগণা জেলার খড়দহ বিধানসভার অন্তর্গত ব্যারাকপুর-২ ব্লকের সবকটি গ্রাম পঞ্চায়েতে শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়। পাতুলিয়া পঞ্চায়েতে গতবারের তপতী দাস বিশ্বাস ও কিশোর বৈশ্য যথাক্রমে প্রধান ও উপপ্রধান হিসাবে দায়িত্ব ভার নেন। পাতুলিয়া যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে সংবর্ধনার আয়োজন করা হয়।
নিউজ এক ঝলকে
ব্যারাকপুর পঞ্চায়েত বোর্ড গঠন
94%

















