ব্যারাকপুরে শান্তিপূর্ণ ভোট
দাবদাহ লাইভ, ব্যারাকপুর, শ্যামল করঃ খড়দহ বিধানসভার অন্তর্গত ব্যারাকপুর ব্লক দুই পঞ্চায়েত সমিতির চারটি পঞ্চায়েতের পাতুলিয়া বন্দিপুর বিলকান্দা-১ ও বিলকান্দা-২ ভোট গ্রহণ হলো অবাধ ও শান্তিপূর্ণ। বেশিরভাগ বুথেই দেখা গেল মানুষের স্বতঃস্ফূর্ত ভোটদানের ও উৎসবের মেজাজ ২৪ ঘন্টা ইন্ডিয়া টিভির ক্যামেরায় ধরা পড়লো তারি বেশ কিছু প্রতিচ্ছবি। দাবদাহ লাইভের ক্যামেরার মুখোমুখি হয়ে খড়দা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা ব্যারাকপুর-২ পঞ্চায়েত সমিতির প্রার্থী শুকুর আলী পুরকাইত সহ ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তথা বন্দীপুর পঞ্চায়েতের প্রার্থী মাসুদ লস্কর, ব্লক তৃণমূল সভাপতি শূদ্র ও উদ্বাস্তু সেলের সভাপতি রঞ্জিত ধর, পঞ্চায়েতের প্রাক্তন প্রধান ও তৃণমূল কংগ্রেসের প্রার্থী নুরনাহার বিবি ও পাতুলিয়া পঞ্চায়েতের প্রাক্তন উপপ্রধান কিশোর বৈশ্য তুলে ধরেন বিভিন্ন এলাকার শান্তিপূর্ণ ভোট অবাধ ও সুষ্ঠু। চলছে বলে সংবাদ মাধ্যমকে জানান।









