ব্যাংক গ্রাহক সেবা কেন্দ্রের মালিককে গণধোলাই দাসপুরে
দাবদাহ লাইভ, অক্ষয় গুছাইত, পশ্চিমমেদিনীপুরঃ রাষ্ট্রায়ত্ত ব্যাংকের গ্রাহক সেবা কেন্দ্রের মালিকের বিরুদ্ধে গ্রাহকের টাকা তছরুপের অভিযোগ উঠল পশ্চিম মেদিনীপুরে জেলার দাসপুর থানার তেমুহানি এলাকায়। আর সেই অভিযোগে সি এস পি মালিককে গণ ধোলাই দিল উন্মত্ত জনতা। স্থানীয় সূত্রে জানা যায় , গণধোলাই এর পর দীর্ঘক্ষণ ওই ব্যাক্তিকে ঘরে আটকে রাখা হয়। খবর পেয়ে দাসপুর থানার পুলিশ এসে ক্ষিপ্ত জনতার হাত থেকে উদ্ধার করে ওই সি এস পি মালিককে। অভিযুক্ত গ্রাহক পরিষেবা কেন্দ্রের মালিকের নাম দিলীপ কর। জানা যায় পাঞ্জাব ন্যাশনাল ব্যঙ্কের ওই গ্রাহক সেবা কেন্দ্রে দাসপুর থানার কিসমত কলোড়া গ্রামের কল্পনা দোলই নামে এক গ্রাহকের একাউন্টে থাকা ৭০ হাজার টাকার মধ্যে ৫০ হাজার টাকা গায়েব করে দেন দিলীপ বাবু। স্থানীয় সূত্রে আরও জানা যায় এর আগেও একাধিকবার গ্রাহকের টাকা তছরূপের অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে । বিষয়টি ব্যাংক কতৃপক্ষকে জানানো হলেও তারা এব্যাপারে কোনও পদক্ষেপ গ্রহণ করেননি । আর এই অভিযোগ ঘিরে ক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসী ও কেন্দ্রের গ্রাহকরা। বিক্ষোভকারীরা সরাসরি দিলীপবাবুর বিরুদ্ধে টাকা তছরুপেরঅভিযোগ তোলেন । অভিযুক্ত দিলীপ কর সংবাদ মাধ্যমের কাছে জানান, তার নামে ওঠা সমস্ত অভিযোগ মিথ্যা।









