বোর্ড লাগিয়েও বেহাল রাস্তা, ক্ষোভে গ্রামবাসী
দাবদাহ লাইভ, দাসপুর, অক্ষয় গুছাইতঃ বোর্ড লাগিয়েও হয়নি রাস্তার কাজ, ক্ষোভে ফুঁসছে গ্রামবাসীরা। গ্রামের একটি গুরুত্বপূর্ণ রাস্তার বেহাল দশা নিয়ে একবছর আগে সোচ্চার হয়েছিলেন গ্রামবাসীরা। গ্রামবাসীদের মুখ বন্ধ করতে তড়িঘড়ি রাস্তা তৈরির একখানি বোর্ড লাগিয়ে দায় সেরেছিল স্থানীয় পঞ্চায়েত প্রশাসন। বছর ঘুরতে চললেও বেহাল রাস্তার হাল ফেরেনি এখনও। ঝাঁ চকচকে হলুদ রঙের বোর্ডের অস্তিত্ব চোখে পড়লেও কাজ এখনও হয় নি। এমনই অবস্থা পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার ঝুমঝুমি গ্রামের। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ,দাসপুরের রাজনগর ঝুমঝুমি গ্রামের গুরুত্বপূর্ণ একটি রাস্তা দীর্ঘদিন ধরে খারাপ অবস্থায় পড়ে আছে। বারে বারে স্থানীয় প্রশাসনকে জানিয়েও কোনও লাভ হয়নি। এই রাস্তা দিয়েই যাতায়াত স্কুল-বাজার-হাসপাতালেও। রাস্তার যা পরিস্থিতি তাতে বড় গাড়ি তো দূরের কথা ট্রলি ভ্যানও ঠিক মত যাতায়াত করতে পারে না। গ্রামের কোন মানুষ অসুস্থ হয়ে পড়লে, কাঁধে চাপিয়ে কিংবা মোটর বাইকে চাপিয়ে হাসপাতাল পর্যন্ত নিয়ে যাওয়া ছাড়া আর কোনও উপায় থাকে না। এমন অভিযোগ গ্রামবাসীদের। তাদের আরো অভিযোগ রাস্তা তৈরির জন্য প্রায় তিন লক্ষ টাকা বরাদ্দ হলেও, রাস্তা তৈরির কাজ কোনও ভাবেই শুরু হয়নি। যদিও এই সমস্যার কথা স্বীকার করে নিয়েছে স্থানীয় পঞ্চায়েত প্রশাসন। স্থানীয় প্রশাসনের বক্তব্য, কিছু আর্থিক জটিলতার কারণে রাস্তা তৈরির কাজ আটকে রয়েছে। তবে এই ব্যাপারে তারা নতুন করে উদ্যোগ নিতে শুরু করেছেন। অবিলম্বে রাস্তা তৈরি নাহলে গ্রাম বাসীরা পঞ্চায়েত ভোটে এর ফল দেখিয়ে দেবেন বলে জানান।


























