রাস্তার বেহাল দশা, বাইক দূর্ঘটনায় চিকিৎসাধীন যুবক
দাবদাহ লাইভ, বৈশাখী সাহা, উত্তর ২৪ পরগনাঃ ভগ্নদশা রাস্তা দিয়ে বাইক চালিয়ে বাড়ি ফেরার পথে আচমকাই দূর্ঘটনার কবলে পড়ে গুরুতর জখম হয় এক বাইক আরোহী। শরীরের একাধিক জায়গায় চোট লাগে তাঁর। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে সেখানেই সে চিকিৎসাধীন। হিঙ্গলগঞ্জ ব্লকের ধরমবেড়িয়া এলাকায় দূর্ঘটনাটি ঘটে। উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার হাসনাবাদ থেকে বিষপুর যাবার মূল পীচের রাস্তাটি ভগ্নদশায় রয়েছে বেশ কয়েক মাস যাবত। পীচের রাস্তাটির অবস্থা এতটাই খারাপ যে রাস্তার অধিকাংশ জায়গায় পীচ এমনকি ইঁট খোয়া উঠে গিয়ে তৈরী হয়েছে বড়ো বড়ো গর্ত। বর্ষার জমা জলে গর্তগুলো বোঝার উপায় না থাকায় প্রায়শই ওই রাস্তায় ঘটে দূর্ঘটনা। ওই রাস্তা দিয়ে ছোট বড়ো সব ধরনের গাড়ি যাতায়াত করলেও স্থানীয় প্রশাসনের হুঁশ নেই বলে স্থানীয়দের অভিযোগ। স্থানীয় সূত্রে জানা যায় রবিবার রাতে বাইক চালিয়ে হাসনাবাদের দিক থেকে হিঙ্গলগঞ্জের ধরমবেড়িয়া রোড দিয়ে বিষপুরের দিকে যাচ্ছিল এক ব্যাক্তি। রাস্তার গর্তে বর্ষার জল জমে থাকায় রাতের অন্ধকারে ওই গর্তের গভীরতা বুঝতে না পেরে আচমকাই দূর্ঘটনার কবলে পড়ে বাইকটি। রাস্তায় ছিটকে পড়ে গুরুতর জখম হয় বাইক আরোহী। কমবেশি ক্ষতিগ্রস্ত হয় বাইকটি। স্থানীয়রা তড়িঘড়ি হিঙ্গলগঞ্জ এর বিষপুরের বাসিন্দা ওই বাইক আরোহীকে উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় বাইলানি বাজারে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাঁকে প্রাথমিক চিকিৎসা দিয়ে সন্দেশখালি গ্রামীণ হাসপাতালে স্থানান্তর করে। শরীরের একাধিক জায়গায় গুরুতর চোট লাগায় বর্তমানে সেখানেই সে চিকিৎসাধীন বলে স্থানীয় ও হাসপাতাল সূত্রে খবর। প্রত্যক্ষদর্শীদের কথায় রাস্তার বেহাল দশার কারনেই মূলত দূর্ঘটনাটি ঘটেছে এদিন। অনতিবিলম্বে গুরুত্বপূর্ণ রাস্তাটি সংস্কারের দিকে দৃষ্টিনিক্ষেপ করুক স্থানীয় প্রশাসন, এমনই আবেদন জানায় স্থানীয়রা। বিষয়টি গুরুত্ব সহকারে দেখার আশ্বাস দেয় স্থানীয় প্রশাসন।












