বেসরকারি হাসপাতালে ব্লাড ব্যাঙ্ক চালু
দাবদাহ লাইভ, হাবরা, বৈশাখী সাহাঃ সরকারি হাসপাতালে চিকিৎসা পরিষেবার পাশাপাশি থাকে ব্লাড ব্যাঙ্ক। কিন্তু বেসরকারি হাসপাতালে ব্লাড ব্যাঙ্ক না থাকায় চিকিৎসার ক্ষেত্রে ব্লাডের প্রয়োজন পড়লে রোগীর পরিজনদের ছুটতে হয় কোনো না কোনো সরকারি হাসপাতালে। সেখানেও নানান কারনে প্রচুর হয়রানির শিকার হতে হয় রোগীর পরিজনদের। সময়মতো রক্ত না মিললে মৃত্যুর কোলে ঢলে পড়ে কত মুমূর্ষু রোগী। রক্তের তাগিদে চিকিৎসাধীন রোগীর পরিজনদের যাতে কোনোরূপ হয়রানির শিকার হতে না হয় সে জন্য বেসরকারী হাসপাতালে ব্লাড ব্যাঙ্ক চালু করার সিদ্ধান্ত নেয় একটি বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষ। সিদ্ধান্ত অনুযায়ী বুধবার উত্তর ২৪ পরগনা জেলার ব্যারাকপুর মহকুমার ব্যারাকপুর বারাসাত রোডের লালকুঠি এলাকায় অবস্থিত নেহরু মেমোরিয়াল টেকনো গ্লোবাল হাসপাতালে উদ্বোধন হয় অত্যাধুনিক সুবিধা সম্পন্ন ব্লাড ব্যাঙ্কের। এদিনের ওই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেলুড় মঠের মহারাজ স্বামী শাস্ত্রজ্ঞানানন্দ, পদ্মশ্রী চিকিৎসক যোগেশ চন্দ্র হালদার, তপন রায়চৌধুরী, চিকিৎসক কিশলয় বিকাশ মজুমদার, ব্যারাকপুর পৌরসভার উপ পৌরপ্রধান সুপ্রভাত ঘোষ, বিদেশ ঘোষ, শুভেন্দু চক্রবর্তী সহ অন্যান্য বিশিষ্টজনেরা। এদিন সকলের উপস্থিতিতে স্বামী শাস্ত্রজ্ঞানানন্দ মহারাজ ফিতে কেটে ব্লাড ব্যাঙ্কের দ্বারোদ্ঘাটন করার পর প্রদীপ প্রজ্জ্বলন করে ব্লাড ব্যাঙ্কের শুভ উদ্বোধন করেন। ওই বেসরকারি হাসপাতালে ব্লাড ব্যাঙ্ক চালু হওয়া প্রসঙ্গে বেলুড় মঠের মহারাজ জানান জনকল্যানের স্বার্থে হাসপাতালেই ব্লাড ব্যাঙ্ক চালু করার যে উদ্যোগ নেওয়া হয়েছে হাসপাতালের পক্ষ থেকে, তা নিঃসন্দেহে ওই অঞ্চলের মানুষকে প্রভূত সহায়তা করার পাশাপাশি তার নাম চারিদিকে ছড়িয়ে পড়বে বলে তাঁর বিশ্বাস। ব্লাড ব্যাঙ্ক সম্পর্কে বিদেশ ঘোষ জানান বেসরকারি ব্লাড ব্যাঙ্কের মধ্যে ব্যারাকপুর মহকুমায় এইটি-ই প্রথম ব্লাড ব্যাঙ্ক। যেটি সরকারি সমস্ত রুলস এন্ড রেগুলেশন, এসবিটিসি, ড্রাগ এন্ড কসমেটিক, সিডিএসও মেনে তৈরী সম্পূর্ণরূপে কম্পোনেন্ট সেপারেটেড একটি ব্লাড ব্যাঙ্ক। ওখানে হোল ব্লাড অর্থাৎ আরবিসি বা প্যাকসেল, এফএফপি প্লেটলেট, ক্রায়ো ও সিপিপি ওই প্রতিটি ব্লাডের উপাদান পর্যাপ্ত পরিমাণে থাকবে বলে জানান। তিনি এও বলেন ডোনার্স কার্ড হোল্ডাররা সম্পূর্ণ বিনামূল্যে এবং যারা কার্ড হোল্ডার নয় তারা সরকারের নির্ধারিত মূল্যে ব্লাড নিতে পারবেন। পাশাপাশি প্রতারণার হাত থেকে বাঁচতে রোগীর পরিজনদের সরাসরি বা ফোন মারফত ওই হাসপাতালের ব্লাড ব্যাঙ্কের সাথে যোগাযোগ করার আবেদন জানান এদিন তিনি।
ভারতের প্রতি ঘরে উড়ুক এই পতাকা
বেআইনী কাজের কড়া ব্যবস্থায় জেলা প্রশাসন
বেআইনী কাজের কড়া ব্যবস্থায় জেলা প্রশাসন
দাবদাহ লাইভ, মালদা, তন্ময় মাহারাঃ বেআইনিভাবে জলাশয় ভরাট এবং একজনের জমি আরেক জনের নামে হওয়া এই সমস্ত বিষয় নিয়ে এবার কড়া ব্যবস্থা নিতে চলেছে মালদা জেলা প্রশাসন। সেই লক্ষ্যে এদিন জেলা প্রশাসন ভবনে বৈঠক হয়। বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন, জেলাশাসক নিতিন সিঙ্ঘানিয়া, অতিরিক্ত জেলাশাসক শম্পা হাজরা, পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব সহ প্রত্যেক ব্লকের ভূমি দপ্তরের আধিকারিক। মন্ত্রী সাবিনা ইয়াসমিন জানান, দীর্ঘদিন ধরেই রাতের অন্ধকারে বা দিনে দুপুরে বেআইনিভাবে জলাশয় ভরাটের অভিযোগ উঠে আসছে। এছাড়া দালালদের দ্বারা একের জমি অন্যজনকে বিক্রি করে দেওয়া, জমির রেকর্ড অন্যজনের নামে হয়ে যাওয়া, এই সমস্ত বিষয় নিয়ে সাধারণ মানুষের ভোগান্তির অভিযোগ দীর্ঘদিন ধরেই হয়ে আসছে। তাই এই ধরনের সমস্যায় যাতে সাধারণ মানুষ না পড়ে এবং বেআইনিভাবে জলাশয় ভরাট যারা করছে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার উদ্দেশ্যেই আজকের এই বৈঠক। এই ধরনের ঘটনায় যারা জড়িত তাদের বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা নিতে চলেছে জেলা প্রশাসন।



























