বেঙ্গালুরুতে দোকানে দোকানে বাঙালির বিশ্বকর্মা পূজা
দাবদাহ লাইভ, বেঙ্গালুরু, শ্রীমন্ত বাগ: সারা রাজ্যে জুড়ে পালিত হচ্ছে বিশ্বকর্মা পুজো। কারিগরি শিল্পী দেবতা হিসাবে বিশ্বকর্মা পুজো হয়ে থাকে,যার বাহন গজ অর্থাৎ হাতি। কারিগরি দেবতার হাতে আমরা পাল্লা দেখতে পাই, কারণ কোন জিনিস তৈরি করার আগে দুদিকে সমান রেখে কাজ করতে হয়। এই দাঁড়িপাল্লা হচ্ছে তারই প্রতীক, সারা রাজ্যের সাথে তাল মিলিয়ে চলছে বিশ্বকর্মা পুজো, এই দিন কর্ণাটক রাজ্যে বেঙ্গালুরু শহরে নগরপেট ও আনচারপেট এলাকায় বাঙালি স্বর্ণ শিল্পীদের দোকানে দোকানে মন্ত্র উচ্চারণ ও কাঁশর ঘন্টা ধ্বনিতে ভরে উঠলো বাঙালি সোনার দোকানগুলোতে বিশ্বকর্মা পুজো। তারি একটা চিত্র ধরা পরলো আমাদের ক্যামেরা,এই দিন বেঙ্গালুরু স্বর্ণ শিল্পী অরূপ ভূঁইয়া তিনি সংবাদ মাধ্যমকে জানালেন, কাজের সূত্রে ভিন রাজ্যে থাকি বেঙ্গালুরু শহরে,এখানে সোনার কাজ করি। আমার দোকানে পুজো হচ্ছে,দীর্ঘ ১৪ বছর ধরে। বাঙালি সমস্ত নিতিরীতি মেনে বিশ্বকর্মা পুজো করছি, তিনটে দিন রাখবো বিশ্বকর্মা মূর্তিকে, তারপর এখান থেকে এক ঘন্টা দূরে ঝিলেতে বিসর্জন দেওয়া হবে জানালেন।
বেঙ্গালুরুতে দোকানে দোকানে বাঙালির বিশ্বকর্মা পূজা
0%

















