বেঙ্গল আইকন এওয়ার্ডে ভূষিত শঙ্কর সাহা
দাবদাহ লাইভ, কোলকাতা, নিজস্ব সংবাদদাতাঃ সম্প্রতি, ওয়ার্ল্ড চ্যারিটি ওয়েলফেয়ার ফাউন্ডেশন কোলকাতা বেহালায় শরদ সদন অডিটোরিয়ামে উত্তর ২৪ পরগণা জেলার শঙ্কর সাহাকে প্রাইভেট ডিটেকটিভ বিভাগে ওয়েষ্ট বেঙ্গল আইকন এওয়ার্ড-২০২৪ প্রদান করে। এই এওয়ার্ড প্রাপ্তিতে খুশি বলে জানা যায়। বিশ্বের বৃহৎ কর্মযোগী এই চ্যারিটি ওয়েলফেয়ার ফাউন্ডেশন বলেও তিনি জানান।
ভিডিও শঙ্কর সাহার
নিউজ এক ঝলকে
বেঙ্গল আইকন এওয়ার্ডে ভূষিত শঙ্কর সাহা
88%

















