বেআইনি ট্রাক পাচার চক্রের হদিস, আটক ২
দাবদাহ লাইভ, বৈশাখী সাহা, উত্তর ২৪ পরগনাঃ মানুষ, বিভিন্ন প্রাণী, বিভিন্ন নামিদামি দ্রব্য পাচারের পাশাপাশি উঠে এল অবৈধভাবে ট্রাক পাচার চক্রের হদিস মেলার ঘটনা। একটি ইএমআই কোম্পানির অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে আন্তর্জাতিক ট্রাক পাচার চক্রের হদিস পায় হাড়োয়া থানার পুলিশ। ওই পাচার চক্রের ২ জনকে আটক করে উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার অন্তর্গত হাড়োয়া থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, ব্যাঙ্কের ইএমআই পরিশোধ না হওয়া ট্রাক কিনে ভীন রাজ্যে নিয়ে গিয়ে ট্রাকের কালার ও নম্বর পরিবর্তন করে চড়া দামে বিক্রির কাজ করছিল ওই চক্র। গত কয়েক মাস আগে একটি ইএমআই সংস্থার কাছ থেকে এমনটাই অভিযোগ পেয়ে ঘটনার তদন্তে নামে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, তদন্তে নেমে সপ্তাহখানেক আগে খড়দহ থানার সোদপুর এলাকার বাসিন্দা ৩৪ বছরের অভিযুগ বর্ধন নামে এক পাচারকারীকে গ্রেফতার করে হাড়োয়া থানার পুলিশ। আদালত মারফত তাঁকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চালিয়ে পুলিশ জানতে পারে, ধৃত অভিযুগ বর্ধন বিভিন্ন স্থান থেকে ইএমআই পরিশোধ না হওয়া ট্রাক অল্প দামে কিনে মুর্শিদাবাদ সহ বিভিন্ন এলাকার গাড়ির গ্যারেজে পাঠিয়ে দিত। সেখানে রাতারাতি ট্রাকের রং পরিবর্তন, ট্রাকের মডেলের নতুনত্বকরন ও নম্বর পরিবর্তন করে চড়া দামে বিক্রি করতো ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে। মূলত ইএমআই এর টাকা আত্মসাৎ করার জন্যই গোটা ভারতবর্ষ জুড়ে ওই চক্র রমরমিয়ে কারবার চালাচ্ছে। জিজ্ঞাসাবাদে ওই কারবারের সঙ্গে যুক্ত মুর্শিদাবাদের বেলডাঙ্গা এলাকার এমডি শাহাজাদ হোসেন নামে এক ব্যক্তির কথা জানতে পেরে বেলডাঙা থেকে তাঁকে গ্রেফতার করে পুলিশ। ঘটনার তদন্তে নেমে ওই দুজনকে গ্রেপ্তারের পাশাপাশি মুর্শিদাবাদের বেলডাঙ্গা এলাকার একটি গ্যারেজ থেকে একটি বড়ো ট্রাক উদ্ধার করেছে বলে জানায় পুলিশ। বেআইনি কারবারে লিপ্ত থাকায় ধৃত শাহাজাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করার পাশাপাশি পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে হাড়োয়া থানার পক্ষ থেকে শুক্রবার বিকেল তিনটা নাগাদ বসিরহাট আদালতে পেশ করা হলে পাঁচ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন বিচারক। কিন্তু বিষয় হচ্ছে- কতদিন যাবত চলছে ওই ট্রাক পাচারের কারবার, কবে, কোথা থেকে, কিভাবে ওই কারবারের সূত্রপাত হয়, আর কে বা কারা, কিভাবে ওই কারবারের সঙ্গে যুক্ত, ট্রাক পাচারের কারবার কতদূর পর্যন্ত বিস্তৃত, ওই চক্রের মূল পান্ডাই বা কে? ট্রাক পাচার চক্রের হদিস মেলায় উঠেছে এমনই নানান প্রশ্ন। সমস্ত প্রশ্নের উত্তর পেতে বর্তমানে ধৃতদের নিজেদের হেফাজতে নিয়ে দফায় দফায় জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ। তদন্ত সাপেক্ষে সম্পূর্ণ বিষয়টি জানা যাবে বলে জানায় পুলিশ।
বেআইনি ট্রাক পাচার চক্রের হদিস, আটক ২
0%

















