বৃদ্ধাশ্রমে আশ্রয় পেলেন অসহায় বৃদ্ধা
দাবদাহ লাইভ, বৈশাখী সাহা, কলকাতাঃ পূজোর সময় বাড়ি থেকে বিতাড়িত হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছিলেন এক বৃদ্ধা। ক্ষুধার্ত বৃদ্ধাকে আচমকা ওভাবে ঘুরতে দেখে ওই বৃদ্ধার পাশে দাঁড়ালেন ২ জন লেডি কনস্টেবল সহ ৩ জন ব্যাক্তি। জানা যায়, বৃদ্ধার বাপের বাড়ি ও শ্বশুর বাড়ি থাকতেও ঠাঁই হয়নি কোথাও। শেষে বিতারিত হয়ে একটি ভাড়া বাড়িতে আশ্রয় নিয়েছিলেন বৃদ্ধা। কিন্তু সেখানে ভাড়ার অর্থ দিতে ব্যার্থ হওয়ায় সেই বাড়ি থেকে তাঁকে একপ্রকার তাড়িয়ে দেওয়া হয়। আর এরপর থেকেই পুজোর সময় ভবঘুরের মতো পশ্চিম বর্ধমান জেলার সিউড়ি শহরে ঘুরে বেড়াচ্ছিলেন ষাটোর্ধ্ব সেই বৃদ্ধা। সেই সময় একপ্রকার ক্ষুধার্ত ছিলেন তিনি বলাই যায়। এমন পরিস্থিতিতে এক সময় দক্ষিণ তিলপাড়ার বাসিন্দা অভিজিৎ লায়েক বিষয়টি দেখতে পান। আর তারপরেই তিনি ওই বৃদ্ধাকে জিজ্ঞাসাবাদ করে তাঁর কষ্ট, অসহায় পরিস্থিতির কথা জানতে পারেন। এরপর অভিজিত তাঁর স্ত্রী প্রিয়াসী লায়েক, যিনি পেশায় সিউড়ি থানার অন্তর্গত ট্রাফিক পুলিশের জুনিয়র কনস্টেবল, তাঁর কাছে বিষয়টি জানায়। বিষয়টি জানতে পেরে তাঁরা তড়িঘড়ি যোগাযোগ করেন আর এক লেডি কনস্টেবল, “স্বপ্নপুরী এক্সপ্রেস বৃদ্ধাশ্রম” এর কর্ণধার ছবিলা খাতুনের সঙ্গে। ছবিলার সঙ্গে যোগাযোগ করা মাত্রই তিনি ওই বৃদ্ধাকে নিজের বৃদ্ধাশ্রমে রাখতে রাজি হয়ে যান। এরপর বৃদ্ধাশ্রমে রাখার ক্ষেত্রে প্রয়োজনীয় নিয়ম অনুযায়ী পিয়াসী এবং তার স্বামী অভিজিৎ দুজনে একটি দরখাস্ত লিখে আবেদন জানান। সব শেষে ভবঘুরের মতো ঘুরে বেড়ানো ক্ষুধার্ত ওই বৃদ্ধার বর্তমান ঠিকানা হয়েছে ছবিলা খাতুনের “স্বপ্নপুরী এক্সপ্রেস”।
0%

















