বৃদ্ধাশ্রমে আগমনীর অনুষ্ঠান
দাবদাহ লাইভ, বারাসাত, সুমাল্য মৈত্রঃ কথাতেই আছে মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না। এই গানের প্রতিটা কথাকেই সত্যি করে তুললো উত্তর চব্বিশ পরগনা জেলা অঙ্কুরোদগম।মহালয়ার পুন্য লগ্নে মধ্যমগ্রামের সাহেব বাগানের কোড়াঁ চন্ডিগড়ে অবস্হিত ভারত সেবাশ্রম সঙ্ঘের বিভিন্ন মাতাজীদের হাতে নতুন কাপড় ও খাবার তুলে দেওয়া হয় ।আশ্রমিকদের হাতে খাবার ও কাপড় তুলে দেন উত্তর চব্বিশ পরগনা জেলা অঙ্কুরোদগমের বিভিন্ন সদস্য ও সদস্যারা । বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানেও অংশ নেন আশ্রমের আশ্রমিকেরা।
বৃদ্ধাশ্রমে আগমনীর অনুষ্ঠান
0%

















