বুড়ো হাড়েও ভেল্কি সৃষ্টি কোচের
দাবদাহ লাইভ, বারাসাত, দেবর্ষি ব্যানার্জীঃ উত্তর ২৪ পরগণা জেলার বারাসাত মহকুমা লীগ দ্বিতীয় ডিভিশনে সেঞ্চুরি করে নজর কাড়লেন ক্রিকেটার জয়রাম ওরাঁও। বারাসাত সাব ডিভিশনের অশ্বিনীপল্লী সেবা সংঘের হয়ে মাত্র 42 বল খেলে 109 রান করেন 48 বছরের জয়রাম ওরাও। চড়কডাঙা যুবগোষ্ঠীর বিরুদ্ধে সেঞ্চুরি করেন তিনি। ভালো খেলোয়াড়ের পাশাপাশি উনি একজন দক্ষ কোচও। বর্তমানে মধ্যমগ্রামের সৃষ্টি ক্রিকেট একাডেমিতে ক্ষুদেদের কোচিং করান তিনি। উল্লেখ্য, একাডেমির প্রতিষ্ঠাতা সি এ বির বর্তমান আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান প্রসেনজিত ব্যানার্জি। এই একাডেমি থেকে সুদীপ চ্যাটার্জি, ঋত্বিক চ্যাটার্জির মত খেলোয়াড়রা উঠেছে। সৃষ্টি ক্রিকেট একাডেমি ছাড়াও উত্তর 24 পরগনা জেলার জুনিয়রদের কোচিংও করিয়েছেন তিনি। কলকাতার বহু ক্লাবেও তিনি খেলেছেন। বর্তমানে লোকাল ক্রিকেট খেলেন তিনি। বারাসাত সাব ডিভিশনে তার ছাত্রদের নিয়ে একসাথে খেলে খুব উপভোগ করছেন তিনি। ছাত্ররাও তার সাথে খেলে অনেক কিছু শিখছে।








