পশ্চিম মেদিনপুরে বীজের কারখানায় ভয়াবহ অগ্নিকান্ড
দাবদাহ লাইভ, গড়বেতা, অক্ষয় গুছাইতঃ শনিবার সকালে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা-৩ ব্লকের চন্দ্রকোনা রোড শহর সংলগ্ন পাতুরিয়া এলাকায় পান সিডস প্রাইভেট লিমিটেড গোডাউনে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় চন্দ্রকোনা রোড বিট হাউসের পুলিশ। স্থানীয় বাসিন্দা ও কর্মচারীদের সহযোগিতায় প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা শুরু হয় বটে কিন্তু দমকলের একটি ইঞ্জিন ঘন্টা খানেকের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এই কারখানায় ধান, গম, সরিষা সহ অন্যান্য সবজির বীজ প্রক্রিয়াকরণের কাজ হয় বলে জানা যায়। যার ফলে প্রচুর পরিমানে বীজ মজুত ছিল বলে জানা গিয়েছে। কিছু বীজের বস্তা উদ্ধার করা গেছে। এই দিন হঠাৎ গোডাউনের অটোমেটিক মেশিন ঘরে আগুন লেগে যায়, মুহুর্তের মধ্যে আগুন ছড়িয়ে পরে গোডাউনে, কি কারণে এই আগুন লাগল তা এখনও পর্যন্ত জানা যায়নি। শর্ট সার্কিটের ফলেই এই অগ্নিকান্ড বলে দমকল কর্মীদের প্রাথমিক অনুমান। তবে এই ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও পর্যন্ত জানা যায়নি। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়।















