বিহারে এবার নীতীশ-তেজস্বী জুটি সাথে কং লক্ষ্য ২৪
দাবদাহ লাইভ, কোলকাতা, বিশেষ প্রতিবেদকঃ বিহারে নীতীশ কুমার মুখ্যমন্ত্রী হিসাবে অষ্টম বারের জন্য আবার শপথ নিলেন। এবারের শপথ একটু ভিন্নতর। সঙ্গে লালু-রাবড়ী দেবীর পুত্র তেজস্বী যাদব উপ-মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন। গত দিনে পদত্যাগের পর সে আঁচও দিয়েছিলেন। সেটা বাস্তবায়িত হলো। শপথ নিয়ে মুখ্যমন্ত্রী নীতীশ কুমার জানালেন, প্রধান মন্ত্রী হওয়ার জন্য নয়। কেবল শক্তিশালী বিরোধী তৈরী করাই তার লক্ষ্য বলে জানান। তড়িঘড়ি বিজেপি-র কেন্দ্রিয় নেতৃত্ব পাটনায় বিধায়কদের সাথে আলোচনায় বসছেন। বিহারে এবার রাজনৈতিক সমীকরণ পালটে গেলো। বাংলা-বিহার-ঝাড়খন্ড বিজেপির কপালে ভাঁজ ফেলে দিয়েছে। চব্বিশের লোকসভা এ সব রাজ্যে কম পাওয়ার সম্ভাবনা উজ্বল বলেও রাজনৈতিক মহল মনে করে।
নিউজ এক নজরে



























