বিশ্ব পরিবেশ দিবসে সবুজায়নের প্রতিশ্রুতি বারাসাত এমসে
বারাসাত এমস এডুকেশনের গাছ বিতরণ ও রোপণ ক্যাম্পাসে
দাবদাহ লাইভ, বারাসাত, নিজস্ব সংবাদদাতাঃ বিশ্ব পরিবেশ দিবসে উত্তর ২৪ পরগণা জেলায় বারাসাত এমস এডুকেশন ভবিষ্যত সবুজায়ন গড়তে সারা বছর কর্মসূচীর সূচনাতে বৃক্ষ রোপণ সহ বিতরণের অনুষ্ঠানে বিশিষ্ট গুণীজনদিগকে সংবর্ধনা দেওয়া হয়। প্রদীপ প্রজ্জ্বলন করেন পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার এ্যাসোসিয়েশনের সম্পাদক বিজিতাশ্ব রাউখ সহ আধিকারিকগণ। উপস্থিত ছিলেন স্থানীয় প্রধান হরিহর মণ্ডল সহ বিশিষ্টজন ও পরিবেশবিদরা। উল্লেখ্য, শিক্ষার নানা বিভাগের ডিপ্লোমা ও ডিগ্রি পড়ানো হয়। বি এড, নার্সিং ও প্যারা-মেডিক্যালের কিছু টেকনিয়ান কোর্স করে উপার্জনের দিশা দেখানোর সহায়তা দেওয়া হয়। নিম্ন ব্যয়ে শিক্ষার প্রতিষ্ঠান বলে জানালেন কর্ণধর মণীন্দ্র নাথ লাইয়া।

















