বিশ্ব টি-টোয়েন্টি একাদশে ভারতের একমাত্র শিলিগুড়ির রিচা
দাবদাহ লাইভ, শিলিগুড়ি, সজল দাশগুপ্তঃ সম্প্রতি অনুষ্ঠিত হওয়া মহিলাদের আই সি সি টি -২০ বিশ্বকাপের ফাইনাল জিতে নিয়েছে অস্ট্রেলিয়া। দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে সহজে টি-২০ মহিলাদের বিশ্বকাপ যেতে নয় তারা। ভারত প্রতিযোগিতার সেমিফাইনাল থেকে বিদায় নেয়। অস্ট্রেলিয়ার কাছে হেরে ভারত এই প্রতিযোগিতা থেকে বিদায় নেয়। তবে ভারতের রিচা ঘোষ দুর্দান্ত খেলেছে গোটা বিশ্বকাপ। তার দুর্দান্ত খেলার জন্য বিশ্ব টি-টোয়েন্টি একাদশে স্থান হয়েছে তার। তার বাড়ি শিলিগুড়িতে, গোটা বিশ্বের কাছে শহর শিলিগুড়ির নাম উজ্জ্বল করেছে। বিশ্বকাপে মোট ১৩৬ রান করেছে সে। বিশ্ব একাদশে অস্ট্রেলিয়ার ৪ জন রয়েছেন। ইংল্যান্ডের ৪ জন রয়েছেন। এছাড়া দক্ষিণ আফ্রিকা থেকে রয়েছেন দুজন ক্রিকেটার। তবে ভারত থেকে একমাত্র ঠাই মিলেছে রিচা ঘোষের।








