
বিশ্ব চা-বাজারে ধাক্কা,ঘরোয়ায় প্রভাব দাবদাহ লাইভ, সজল দাশগুপ্তঃ নেপাল-দার্জিলিং চা ব্যবসায়ীদের মধ্যে শুরু হতে চলেছে মনোমালিন্য। সস্তার নেপাল চায়ে ব্যবসার রমরমা। আর সেই কারণে দার্জিলিং চায়ের বিপন্নতা। ফলে বাণিজ্য বিষয়ক সংষদীয় স্ট্যান্ডিং কমিটি উদ্বিগ্ন। রাজ্যসভার চেয়ারম্যানের কাছে সাংসদ বিজয়াসাই রেড্ডির নেতৃত্বাধীন ওই সংসদীয় কমিটি এব্যাপারে একটি রিপোর্ট পেশ করেছে। রিপোর্টে বেশ কিছু সুপারিশ ও পর্যবেক্ষণের কথা জানানো হয়েছে। কিভাবে মার খাচ্ছে দার্জিলিং এর চা শিল্প তা এই রিপোর্টে জানানো হয়। নেপাল চায়ের রপ্তানির উপর কড়া নজরদারিরও সুপারিশ করা হয়েছে। পাশাপাশি আমদানিকৃত চায়ের গুণগত মান পরীক্ষার জন্য দার্জিলিং জেলায় এনএবিএল অনুমোদিত কোয়ালিটি কন্ট্রোল ল্যাবরেটরি তৈরির প্রস্তাবও দিয়েছে। নেপাল থেকে নিয়ে আসা চায়ের ওপর ডাইরেক্টরেট জেনারেল অফ ট্রেড রেমেডিজ যাতে তদন্ত করে ও আমদানিকৃত চায়ের মজুতের ওপর করের ব্যবস্থার সুপারিশও করা হয়েছে। বিশ্ব বাজারে দেশীয় চায়ের রমরমা ধাক্কা খাচ্ছে তা’ নয়, ঘরোয়া বাজারে প্রভাবও ফেলছে।
বিশ্ব চা-বাজারে ধাক্কা,ঘরোয়ায় প্রভাব
নেপাল-দার্জিলিং চা ব্যবসায়ীদের মধ্যে শুরু হতে চলেছে মনোমালিন্য। সস্তার নেপাল চায়ে ব্যবসার রমরমা। আর সেই কারণে দার্জিলিং চায়ের বিপন্নতা। ফলে বাণিজ্য বিষয়ক সংষদীয় স্ট্যান্ডিং কমিটি উদ্বিগ্ন। রাজ্যসভার চেয়ারম্যানের কাছে সাংসদ বিজয়াসাই রেড্ডির নেতৃত্বাধীন ওই সংসদীয় কমিটি এব্যাপারে একটি রিপোর্ট পেশ করেছে। রিপোর্টে বেশ কিছু সুপারিশ ও পর্যবেক্ষণের কথা জানানো হয়েছে। কিভাবে মার খাচ্ছে দার্জিলিং এর চা শিল্প তা এই রিপোর্টে জানানো হয়। নেপাল চায়ের রপ্তানির উপর কড়া নজরদারিরও সুপারিশ করা হয়েছে। পাশাপাশি আমদানিকৃত চায়ের গুণগত মান পরীক্ষার জন্য দার্জিলিং জেলায় এনএবিএল অনুমোদিত কোয়ালিটি কন্ট্রোল ল্যাবরেটরি তৈরির প্রস্তাবও দিয়েছে। নেপাল থেকে নিয়ে আসা চায়ের ওপর ডাইরেক্টরেট জেনারেল অফ ট্রেড রেমেডিজ যাতে তদন্ত করে ও আমদানিকৃত চায়ের মজুতের ওপর করের ব্যবস্থার সুপারিশও করা হয়েছে। বিশ্ব বাজারে দেশীয় চায়ের রমরমা ধাক্কা খাচ্ছে তা’ নয়, ঘরোয়া বাজারে প্রভাবও ফেলছে।







