বিশ্ব ক্ষুধা সূচক এবং ভারত
শমীন্দ্র ঘোষ
“অনাহারে নাহি ক্ষেদ, বেশি খেলে বাড়ে মেদ।
ভরপেট নাও পাই, রাজকর দেওয়া চাই।”
বিশ্ব ওষুধ সূচকে ভারতের অবস্থান —
২০২২-এ ১০৭ নম্বরে (১২১টি দেশ),
২০২১-এ ছিল ১০১ নম্বরে (১১৬টি দেশ),
২০২০-তে ছিল ৯৪ নম্বরে (১০৭টি দেশ),
২০১৯-এ ছিল ১০২ নম্বরে (১১৭টি দেশ),
২০১৮-তে ছিল ১০৩ নম্বরে (১১৯টি দেশ),
২০১৭-তে ছিল ১০০ নম্বরে (১১৯টি দেশ),
২০১৬-তে ছিল ৯৭ নম্বরে (১১৮টি দেশ),
২০১৫-তে ছিল ৮০ নম্বরে (১০৪টি দেশ),
২০১৪-তে ছিল ৫৫ নম্বরে,
লুটেরা আসার পরে
লুটেরা আসার আগে :—
২০১৩-তে ছিল ৬৩ নম্বরে,
২০১২-তে ছিল ৬৬ নম্বরে,
২০১১-তে ছিল ৬৭ নম্বরে।
“লেখাপড়া করে যেই, অনাহারে মরে সেই। বিদ্যালাভে লোকসান — নাই অর্থ, নাই মান।
হীরক রাজা বুদ্ধিমান, করো সবে তার জয়গান।”
বাংলাদেশের অবস্থান ২০১৫ থেকে প্রতি বছরই ভারতের থেকে ভালো।
বাংলাদেশ :—-
২০২২ :- ৮৪,
২০২১ :- ৭৬,
২০১৭ :- ৮৮,
২০১৪ :- ৫৭।
হায়রে ভারত! হায়রে ভোট দেওয়া জনগণ! হায়রে মহত্ব।
নিউজ এক ঝলকে
98%














